মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

মহাসড়কে নৈরাজ্য

বিকল্প যানবাহন চালুর উদ্যোগ নিন

মহাসড়কে তিন চাকার অটোরিকশাসহ ধীরগতির যান চলাচলের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর থেকে সংশ্লিষ্ট যান চালকরা বিক্ষোভে ফেটে পড়েছে। সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন মহাসড়কে। দেশের বেশ কয়েকটি জেলায় ধর্মঘটেরও ডাক দিয়েছেন তারা। মহাসড়কে দুর্ঘটনা এবং যানজট এড়াতে সরকার অটোরিকশাসহ ধীরগতির যান চলাচল নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার যৌক্তিকতা সম্পর্কে দ্বিমত প্রকাশের কোনো অবকাশ নেই। দুনিয়ার সব দেশেই মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। দুর্ঘটনা ও যানজট রোধে এর কোনো বিকল্পও নেই। মহাসড়কে গত ঈদের পর থেকে যে সিরিজ দুর্ঘটনার সূচনা হয়েছিল তার প্রায় প্রতিটির পেছনে ছিল ধীরগতির যানবাহনের সঙ্গে দূরপাল্লার দ্রুতগামী যানবাহনের অসম সহাবস্থান। দুর্ঘটনা রোধে মহাসড়কে ধীরগতির গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ এদিক থেকে যৌক্তিকতারই দাবি রাখে। তবে বিকল্প ছাড়া ধীরগতির যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত সাধারণ যাত্রীদেরও যে ভোগান্তির সম্মুখীন করেছে তা একটি বাস্তবতা। এ সমস্যার কথা মনে রেখে দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কগুলোতে স্বল্পপাল্লার বাস সার্ভিস চালুর ব্যাপারে নজর দিতে হবে। যাতে যাত্রীরা কম খরচে বিভিন্ন লক্ষ্যস্থলে যাতায়াতের সুযোগ পায় সে ব্যাপারে সরকারকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। যাত্রীরা মহাসড়ক থেকে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে তিন চাকার যানবাহনসহ অন্যান্য ধীরগতির যানবাহন যাতে ব্যবহার করতে পারেন সে ধরনের সুবিধা সৃষ্টির উদ্যোগ নিতে হবে। মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপকে যৌক্তিক মনে করলেও বিকল্প সৃষ্টির আগে এ সিদ্ধান্ত কার্যকর করা ঠিক হয়েছে তা বলার অবকাশ নেই। এর মধ্যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার যে অবিবেচনাপ্রসূত মনোভাব কাজ করেছে তা মহাসড়কে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিতে উৎসাহ জোগাচ্ছে। যানবাহন সংকটে যেহেতু সাধারণ যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হচ্ছে সেহেতু তাদের সহানুভূতি পাচ্ছে নৈরাজ্য সৃষ্টিকারীরা। এ অবস্থার অবসানে বিকল্প যান চলাচল দ্রুত শুরুর উদ্যোগ নিতে হবে।

 

সর্বশেষ খবর