বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

 ভেষজ

হজম বাড়ায় অর্জুন

ডায়রিয়া বা পেটের অন্য কোনো সমস্যা দেখা দিলে অর্জুনের ছাল ৪৫-৩০ গ্রাম করে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও অসুবিধা দূর হয়। মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহে : অর্জুনের ছাল এসব রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এ ছাড়াও অর্জুন ছাল সংকোচক ও জ্বর নিবারক হিসেবেও কাজ করে। এ ছাড়াও এর রয়েছে অনেক ঔষধি গুণ। ইদানীং অর্জুন গাছের ছাল থেকে ‘অর্জুন চা’ তৈরি হচ্ছে যা হৃদরোগের জন্য অত্যন্ত কার্যকরী।       

-ডা. আলমগীর মতি

সর্বশেষ খবর