শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ভেষজ

পাতিলেবু

পাতিলেবু

খুবই সহজলভ্য, কম দামি এ ফলটিকে বলা চলে রূপচর্চার হিরেখনি। লেবুর রসের মধ্যে রয়েছে তারুণ্য ধরে রাখার অদ্ভুত ক্ষমতা। জানেন কি লেবুর রসে রয়েছে ব্রণ সারানোর ঔষধি গুণ? কারণ লেবুর রসে রয়েছে ত্বকের নিচের সেবাশাস গ্ল্যান্ডের অতিরিক্ত তেল ক্ষরণ নিয়ন্ত্রণ ক্ষমতা। এ ছাড়াও সাইট্রাস গ্রুপের এই ফলটি ত্বকের উপরিভাগের এপিথেলিয়াল কোষগুলোকে পুষ্টি জোগায়। ফলে ত্বকের শুষ্কতা বা কাটা ভাব দূর করতে রসের প্রভাব অব্যর্থ। শুধু ত্বক নয়, চুলের ঔজ্জ্বল্য বাড়াতেও লেবুর রস জুড়িহীন। লেবুর অ্যান্টিসেপটিক গুণ ত্বক ও চুলকে রক্ষা করে যাবতীয় সংক্রমণ থেকে। লেবু বলতে গেলে ভিটামিন সি-র আকর। এ ছাড়াও লেবুতে রয়েছে লোহা, ক্যালসিয়াম, ফসফরাস ও সামান্য পরিমাণ বি-কমপ্লেক্স।

ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর