শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

অরখানের কৃতিত্ব

এইচ এ গিবন বলেন, ‘ওসমানকে একটি নতুন জাতির পিতা বলে অভিহিত করে অরখানকে একটি রাষ্ট্র কায়েমের কৃতিত্ব দিতে হবে।’ প্রথম তুর্কি সুলতান অরখান অটমানদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সমরনেতা ও প্রশাসক হিসেবে খ্যাতি অর্জন করেন। এভারসলে বলেন, ‘তিনি তার আকাক্সক্ষার প্রথম সোপান অতিক্রম করেন অর্থাৎ এশিয়ার অবশিষ্ট অঞ্চলে থেকে বাইজানটাইনদের বিতাড়িত করেন। আনাতোলিয়ার উত্তর-পশ্চিম অঞ্চল মায়শিয়া অধিকার করে তিনি তার রাজ্য সীমানা বৃদ্ধি করেন। তিনি ইউরোপে অভিযান চালান এবং ব্রুসের কিয়দংশে অটমান শাসন বিস্তৃত করেন। তিনি দূরদৃষ্টিসম্পন্ন শাসক ও সংগঠক ছিলেন।’ সুলতান অরখান তার সেনাবাহিনী সংস্কারের জন্য সমধিক প্রসিদ্ধ। ১৩৩৮ সালে নাইকোমেডিয়া অধিকারের পর অরখান একটি স্থায়ী তুর্কি সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা এবং রাজ্য সম্প্রসারণের জন্য এ বাহিনী গঠনে বিশেষ অবদান রাখেন তার ভাই ও মন্ত্রী আলাউদ্দিন। ওসমানের সময় তুর্কি বাহিনী স্বেচ্ছাসেবকদের দ্বারা গঠিত অনিয়মিত বাহিনী ছিল এবং যুদ্ধের পর তারা তাদের আগের পেশায় বিশেষভাবে কৃষিকার্যে নিয়োজিত থাকত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর