রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জঙ্গিবাদের থাবা

অর্থায়নের উৎস বন্ধ করতে হবে

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। ভয়ঙ্কর এই দৈত্যের থাবা থেকে বাংলাদেশও মুক্ত নয়। জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য দৃশ্যত ঈর্ষণীয় হলেও এতে আÍপ্রসাদের কোনো সুযোগ নেই। বাংলাদেশ প্রতিদিনের গত শনিবারের শীর্ষ প্রতিবেদনে জঙ্গিবাদ এবং এর অর্থনীতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। দেশ ও জাতির অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টিকারী এই বিষবৃক্ষ কীভাবে বাড় বাড়ান্ত আকার ধারণ করছে সে তথ্য এতে স্পষ্ট করা হয়েছে। প্রতিবেদন মতে, বাংলাদেশে এখন জঙ্গি এবং মৌলবাদী চিন্তাধারার উগ্রবাদী গ্রুপের সংখ্যা ১৩২টি। গত তিন বছর ধরে এ গ্রুপগুলো জঙ্গিবাদের নিউক্লিয়াস বলে কথিত আল-কায়েদা এবং ইসলামী স্টেটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এর মধ্যে জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম নামের দুটি গ্রুপ আল-কায়েদার সঙ্গে যোগাযোগ স্থাপনে সামর্থ্য হয়েছে। জঙ্গিবাদের পাশাপাশি স্ফীত হয়ে উঠছে জঙ্গি অর্থনীতি। অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের গবেষণা মতে, ২০১৪ সালে বাংলাদেশে মৌলবাদী অর্থনীতির নিট মুনাফা ছিল আনুমানিক হিসাবে ২ হাজার ৪৬৪ কোটি টাকা। বিগত চার দশকে মৌলবাদী অর্থনীতির পুঞ্জীভূত নিট মুনাফা ছিল প্রায় ২ লাখ কোটি টাকা। দেশের ২৩১টি বেসরকারি সংস্থাসহ ট্রাস্ট ফাউন্ডেশনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় এ দেশে গণহত্যার পাশাপাশি লুটপাটে জড়িত একটি মৌলবাদী অপশক্তি বিপুল অর্থ লুট করেছে। স্বাধীনতার পর নানা উপদলে বিভক্ত হয়ে তারা কর্মকাণ্ড পরিচালনা করেছে। বিপুল পরিমাণ বৈদেশিক অর্থও অর্জন করেছে তারা। অধিকাংশ ক্ষেত্রেই জঙ্গিবাদী অর্থায়নের প্রতিষ্ঠানগুলো উচ্চ মুনাফা অর্জন করেছে। এ অর্থের একাংশ ব্যবহৃত হয়েছে মৌলবাদী জঙ্গিবাদী সংগঠন পরিচালনায়। দেশের ব্যাংক বীমা লিজিং কোম্পানিতেও তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৪ সালে তাদের অর্জিত মুনাফার ২৭ শতাংশ অর্থাৎ ৬৬৫ কোটি টাকা এসেছে এসব খাত থেকে। ১৮.৮ শতাংশ অর্থাৎ ৪৬৪ কোটি টাকা এসেছে বেসরকারি সংস্থা ট্রাস্ট এবং ফাউন্ডেশন থেকে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, ওষুধ শিল্প, স্বাস্থ্য প্রতিষ্ঠান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সংবাদ মাধ্যম, পরিবহন থেকে এসেছে বাদবাকি অর্থ। জঙ্গিবাদ দমনে জঙ্গি অর্থায়নের ওপর আঘাত হানার বিকল্প নেই। জঙ্গিবাদীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার সেটিই হতে পারে প্রকৃষ্ট উপায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর