বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আল্লাহ নামের মরতবা

মাওলানা মুহম্মদ জিয়াউদ্দীন

আল্লাহ এমনই এক সত্তা যার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। আল্লাহ সর্বশক্তিমান, দয়ার  উত্সও তিনি। হাশরের দিনের বিচারকর্তা ও সর্বশক্তিমান আল্লাহ। সে বিচারে তিনি যে কোনো বান্দাকে ক্ষমা করার অধিকারীও। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে থেকে এক ব্যক্তিকে আল্লাহতায়ালা বাছাই করে সমস্ত হাশরবাসীর সামনে ডাকবেন এবং তার সামনে আমলের ৯৯টি দফতর খুলবেন। প্রতিটি দফতর এত বড় হবে যে দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত হবে। অতঃপর প্রশ্ন করা হবে, এসব আমলনামার কোনো কিছুকে তুমি কি অস্বীকার কর? আমলনামা লেখার কাজে নিয়োজিত আমার ফেরেশতারা কি তোমার ওপর কোনো জুলুম করেছে? (কোনো গোনাহ না করা সত্ত্বেও লিখেছে কিংবা করার চেয়ে বেশি লিখেছে?) সে জবাব দেবে না। অতঃপর প্রশ্ন করা হবে, এসব গোনাহের পক্ষে তোমার কাছে কোনো ওজর আছে কি? সে জবাব দেবে, কোনো ওজর নেই। এরশাদ হবে— আচ্ছা, তোমার একটি নেকি আমার কাছে আছে আজ তোমার ওপর কোনো জুলুম করা হবে না। অতঃপর একটি কাগজের টুকরা বের করা হবে, যাতে লেখা থাকবে : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলুহ। এরশাদ হবে, যাও একে ওজন করে নাও। সে আরজ করবে, এতগুলো দফতরের মোকাবিলায় এই সামান্য কাগজের টুকরা কি কাজে আসবে। এরশাদ হবে, আজ তোমার ওপর জুলুম করা হবে না। অতঃপর ওই সব দফতরকে এক পাল্লায় রাখা হবে আর অন্যদিকে কাগজের ওই টুকরাটি রাখা হবে। তখন ওই কাগজের টুকরার ওজনের মোকাবিলায় দফতরওয়ালা পাল্লাটি শূন্যে উড়তে থাকবে। আসল কথা হলো এই যে আল্লাহর নামের চেয়ে ভারী আর কোনো জিনিস নেই।

     লেখক : ইসলামী গবেষক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর