শিরোনাম
রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কুতুব মসজিদ

কুতুব মসজিদ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে অবস্থিত। মসজিদের গায়ে কোনো শিলিলিপি না থাকায় এর নির্মাণকাল সঠিকভাবে নির্ণয় করা না গেলেও নির্মাণশৈলী ও অলঙ্করণের ধরন বিশ্লেষণ করে ধরে নেওয়া হয় যে, কুতুব মসজিদ ষোল শতকের শেষভাগে নির্মিত একটি সুলতানী মসজিদ। বৃহত্তর ময়মনসিংহ জেলায় টিকে থাকা স্থাপত্যের মধ্যে এই মসজিদটিকে সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়।

মসজিদটি উত্তর-দক্ষিণে লম্বা এবং চার কোণে রয়েছে চারটি অষ্টভূজাকৃতির বুরুজ। বুরুজের উপরে চারটি মিনার শোভা পাচ্ছে। বুরুজগুলোর গায়ে আলঙ্কারিক বলয়ের কাজ রয়েছে।

পাঁচ গম্বুজবিশিষ্ট মাঝারি আকারের কুতুব মসজিদের ছাদের ধার বা কার্নিশ বর্গাকার। পাঁচটির মধ্যে মাঝখানের গম্বুজটি অপেক্ষাকৃত বড় এবং চার কোনার চারটি গম্বুজ অপেক্ষাকৃত ছোট। মসজিদের পূর্ব দেয়ালে তিনটি এবং উত্তর দক্ষিণে একটি করে প্রবেশপথ রয়েছে। ভিতরে পশ্চিমের কেবলার দেয়ালে মিহরাবের সংখ্যা তিনটি। মাঝের মূল মিহরাবটির দুই পাশে অপেক্ষাকৃত ছোট দুটি মিহরাব রয়েছে।

—আরিফুজ্জামান বাবলু

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর