বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চেকপোস্টের চালচিত্র

পুলিশের সুনাম ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

রাজধানীর পুলিশ চেকপোস্টগুলোর উদ্দেশ্য কী তা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়। সন্দেহ নেই নাগরিক নিরাপত্তার জন্য তা অবদানও রাখছে। কিন্তু কোনো কোনো পুলিশ চেকপোস্টের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে নাগরিক নিরাপত্তা না চাঁদাবাজি কোন উদ্দেশ্যে এগুলো বসানো হয়েছে তা নিয়ে যে কারোরই বিভ্রান্ত হওয়ারও অবকাশ রয়েছে। প্রথাগত দায়িত্ব পালন অর্থাৎ সন্দেহভাজন কোনো যানবাহন বা ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করার বদলে তারা অযথা যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছে। হয়রানির ভয় দেখিয়ে পকেট ভর্তি করছে। নির্ধারিত দায়িত্ব পালনের বদলে চাঁদাবাজিতে লিপ্ত থাকায় নাগরিক নিরাপত্তা দূরের কথা নিজেদের নিরাপত্তাও তারা বিঘ্নিত করছে। সাম্প্রতিক সময়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার পেছনে নিরাপত্তার দিকে মনোযোগ না থাকার বিষয়টি যে জড়িত ছিল তা সহজে অনুমেয়। পুলিশ সদস্যদের বড় অংশ নিজেদের কর্তব্য পালনে আন্তরিকতার পরিচয় দিলেও একাংশের দায়িত্বহীনতা এবং দুর্নীতিপরায়ণতা নাগরিক প্রত্যাশায় যেমন বিড়ম্বনা সৃষ্টি করছে তেমন এ বাহিনীর সুনামও ক্ষুণ্ন করছে। পুলিশ সদস্যসহ প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারী বেতনভাতা পান জনগণের ট্যাক্সের টাকা থেকে। স্বভাবতই তারা যে সেবা দেন সেটি দয়াদাক্ষিণ্য নয় এটি তাদের কর্তব্যের পর্যায়েই পড়ে। কিন্তু কারও কারও মধ্যে সে কর্তব্যপরায়ণতায় যে ঘাটতি আছে বাংলাদেশ প্রতিদিনের ‘সমস্যা রাতের চেকপোস্টেই’ শীর্ষক প্রতিবেদন তারই প্রমাণ। ওই সরেজমিন প্রতিবেদনে রাতের চেকপোস্টে পুলিশের চাঁদাবাজির যে চিত্র তুলে ধরা হয়েছে তা কোনো সুশৃঙ্খল বাহিনীর সদস্যদের কাছ থেকে আশা করা হয় না। নাগরিক নিরাপত্তা পুলিশের কর্তব্য এবং এ জন্য চেকপোস্টের প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। কিন্তু চেকপোস্টে দায়িত্ব পালনকালে কেউ যদি জননিরাপত্তার বদলে চাঁদাবাজিতে লিপ্ত হয় তবে তা দুর্নীতির পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের শামিল।  এ ধরনের দুর্বিনীত সদস্যদের চিহ্নিত করে শৃঙ্খলার অধীনে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশ যেহেতু আইনপ্রয়োগকারী সংস্থা সেহেতু এ বাহিনীর নৈতিকতার মান সমুন্নত রাখার ক্ষেত্রে আপসহীন হওয়ার বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর