বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গ

আইনের স্পষ্টীকরণ প্রশংসাযোগ্য

বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ নাগরিকত্বের ক্ষেত্রে অতীতের আইনগুলোর অসম্পূর্ণতার অবসান ঘটিয়েছে। নতুন আইনে দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় দ্বৈত নাগরিকত্বের সুযোগ সম্প্রসারণ করা হলেও স্পর্শকাতর কিছু ক্ষেত্রে দায়িত্ব পালনকারীদের দ্বৈত নাগরিকত্বের সুবিধা থেকে দূরে রাখা হয়েছে। দেশে এর আগে নাগরিকত্ব সম্পর্কে দুটি আইন বিদ্যমান ছিল। এর একটি হলো ‘দি সিটিজেনশিপ অ্যাক্ট-১৯৫১’ ও অন্যটি ‘দি বাংলাদেশ সিটিজেনশিপ টেমপোরারি প্রভিশন্স অর্ডার-১৯৭২’। অসম্পূর্ণতার কারণে ওই দুই আইনে নাগরিকত্ব সম্পৃক্ত সমস্যার সমাধান করা জটিল হয়ে পড়ছিল। এ জটিলতার অবসানে আগের দুই আইন এক করে নতুন আইন করার উদ্যোগ নেওয়া হয়। নতুন আইনে বাংলাদেশের নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের সুযোগ বাড়ানো হলেও সুপ্রিমকোর্টের বিচারক, জাতীয় সংসদ সদস্য, সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি, সশস্ত্র বাহিনী বা প্রজাতন্ত্রের কোনো বেসামরিক পদে নিয়োজিত ব্যক্তির দ্বৈত নাগরিকত্বে বাদ সাধা হয়েছে। দ্বৈত নাগরিকরা স্থানীয় সরকার, জাতীয় সংসদ, রাষ্ট্রপতি পদে নির্বাচন, বিচারকসহ প্রজাতন্ত্রের কোনো কাজে নিয়োগলাভ বা কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবেন না। পাশাপাশি মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে এ আইনের অধীনে নাগরিকত্বসংক্রান্ত অপরাধে অপরাধী সাব্যস্ত হলে অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। শাস্তির বিধান আরও বাড়াতে আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে কর্মরত। এদের একাংশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি নিজ দেশের নাগরিকত্বও তারা ধারণ করছেন। দেশের সঙ্গেও তাদের রয়েছে নিবিড় সম্পর্ক। বাংলাদেশে অবস্থানরত পরিবার-পরিজনের ভরণ-পোষণেও তারা সক্রিয় ভূমিকা পালন করেন। তবে স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন কিংবা দেশের সাংবিধানিক পদে যারা কর্মরত বা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা-কর্মচারী বৃহত্তর জাতীয় স্বার্থের নিরিখেই তাদের দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। দ্বৈত নাগরিকত্বে ব্যক্তির আনুগত্য বোধগম্য কারণেই খণ্ডিত হয়ে পড়ে।  যে কারণে গণপ্রতিনিধিত্ব এবং সাংবিধানিক পদসহ প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ থাকা বাঞ্ছনীয় নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর