শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

স্বাস্থ্যসেবার চালচিত্র

সেবার বদলে রাজনীতি কাম্য নয়

চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের একটি। দেশের স্বাধিকার আন্দোলনেও  এ অধিকার পূরণকে গুরুত্ব দেওয়া হয়েছিল। ১৯৭০ সালে বঙ্গবন্ধুর নির্বাচনী ইশতেহারেও এ বিষয়টি স্থান পায়। স্বাধীনতার পর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যখন বাংলাদেশের পথচলার শুরু তখনো স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলেছে। সন্দেহ নেই উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশেই এ খাতটি সবচেয়ে প্রাধান্য পেয়েছে। গরিব দেশের বাজেটের এক বড় অংশ ব্যয় করা হয়েছে স্বাস্থ্য খাতে। এর সুফলও অর্জিত হয়েছে নানাভাবে। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে সন্তোষজনকভাবে। প্রসূতি মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে অর্জিত হয়েছে তাত্পর্যপূর্ণ সাফল্য। স্বাস্থ্য পরিচর্যায় বাংলাদেশের নানা উদ্যোগ বহির্বিশ্বেও প্রশংসা অর্জন করেছে। স্বাস্থ্য খাতে কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করা হলেও সেবার মান উন্নয়নে চোখে পড়ার মতো সাফল্য অর্জিত হয়নি। চিকিৎসাকে বলা হয় মানবসেবার পেশা। কিন্তু আমাদের দেশের চিকিৎসকদের একাংশ যে সেবার চেয়ে রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত এটি একটি ওপেন সিক্রেট। চিকিৎসকদের নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির গঠিত অঙ্গ সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ বা স্বাচিপ ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাবের কাছেই জিম্মি হয়ে পড়েছে দেশের স্বাস্থ্য খাত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে স্বাচিপের দৌরাত্ম্যে সরকারি সব হাসপাতাল ও মেডিকেল কলেজে স্বাচিপ সদস্যদের দখলদারিত্ব শুরু হয়। বিএনপি ক্ষমতায় থাকলে ড্যাপের রামরাজত্ব স্বাস্থ্য খাতে অনিবার্য হয়ে দাঁড়ায়। দেশবাসীর ট্যাক্সের টাকায় যেসব চিকিৎসকের  বেতন-ভাতা দেওয়া হয় সাধারণ মানুষের সেবার বদলে রাজনীতিকেই প্রাধান্য দেন তারা। কারণ চিকিৎসা ক্ষেত্রে ভালো কোনো পদে যাওয়ার জন্য যোগ্যতা নয়, রাজনৈতিক পরিচয়ই নিয়ামক হয়ে দেখা দেয়। দুই প্রধান দলের সমর্থক চিকিৎসকরা কথায় কথায় ধর্মঘটে নামাকে কর্তব্য বলেও ভাবেন। রোগীকে ফেলে রেখে সভা-সমাবেশে ব্যস্ত থাকাও তাদের অনেকের কাছে কর্তব্য বলে বিবেচিত হয়।  স্বাস্থ্য খাতে দায়বদ্ধতা প্রতিষ্ঠায় এ জিম্মি অবস্থার অবসান হওয়া দরকার। দলবাজির বদলে সেবার মনোভাব নিশ্চিত করার মাধ্যমে যাচ্ছেতাই অবস্থার ইতি ঘটাতে হবে।

সর্বশেষ খবর