শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আত্মশুদ্ধি হীনমন্যতা থেকে দূরে থাকার শ্রেষ্ঠ উপায়

মাওলানা মুহম্মাদ আশরাফ আলী

আত্মশুদ্ধি একটি মহত্তম মানবিক গুণ। আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ ভুলত্রুটি থেকে মুক্ত থাকতে পারে। মানুষের মধ্যে যে হীনমন্যতা থাকে তা থেকে নিজেকে মুক্ত রাখার সর্বোত্কৃষ্ট পথ হলো আত্মশুদ্ধি। পবিত্র কোরআনে বান্দাকে তার নিজের প্রয়োজনে আত্মশুদ্ধির তাগিদ দেওয়া হয়েছে। সূরা ফাতিরের ১৮ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, ‘কেউ যখন আত্মশুদ্ধি করে সে তো তা করে তার নিজের জন্যই।’

আত্মশুদ্ধিকে বলা হয় মানব চরিত্রকে সংশোধনের এবং শুদ্ধ পথে নিয়ে যাওয়ার শ্রেষ্ঠত্ব উপায়। ইবাদতের মূল লক্ষ্য হলো আত্মশুদ্ধ হওয়া। মানুষের মাঝে যেসব খারাপ অভ্যাস রয়েছে, যেসব হীনমন্যতা রয়েছে তা ত্যাগ করা। নামাজ, রোজা, জাকাতের লক্ষ্য এক্ষেত্রে অভিন্ন।

মহান আল্লাহ আদম হওয়াকে সৃষ্টির পর বেহেস্তে ঠাঁই দেন। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর বারণ অমান্য করে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হলে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। এ সময় হজরত আদম (আ.) তার পাপের জন্য সর্বশক্তিমানের দরবারে বিনীতভাবে ক্ষমা চান। বলেন, ‘হে আমাদের প্রতিপালক আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি। তুমি আমাদের ক্ষমা না করলে এবং আমাদের প্রতি দয়া না করলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব (সূরা আরাফ, আয়াত-২৩)।

মানুষ পাপাচারের মাধ্যমে নিজের আত্মাকে কলুষিত করে। নিজেকে আত্মশুদ্ধ করার মাধ্যমে আত্মাকে কলুষমুক্ত করা যায়। আল্লাহর প্রতি ভয় তথা তাকওয়ার গুণ অর্জন করার মাধ্যমে আমরা আত্মশুদ্ধির কাঙ্ক্ষিত পথে যেতে পারি। পবিত্র কোরআনের সূরা আশ শামসের ৯ ও ১০ নম্বর আয়াতে মুমিনদের আত্মশুদ্ধিতে উদ্বুদ্ধ করে বলা হয়েছে, ‘সে-ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে এবং সে-ই ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।’ জাগতিক ও আখিরাতের জীবন সফলভাবে গড়ে তুলতে হলে নিজেকে সব ক্ষেত্রে শুদ্ধ করার দিকে নজর দিতে হবে। মহান ও পবিত্র সত্তা আল্লাহর সন্তুষ্টি বিধানে শুদ্ধচারী হওয়ার কোনো বিকল্প নেই। এ উদ্দেশ্যে সর্বক্ষেত্রে নিজের মনকে আল্লাহমুখী করতে হবে। আত্মসমালোচনার মাধ্যমে নিজের সব ভুল-ত্রুটি শুধরাতে হবে। নিজের আত্মাকে সব ধরনের পাপাচারের অত্যাচার থেকে মুক্ত রাখতে হবে।  আল্লাহতে নিঃশর্ত আত্মসমর্পণ করে শুদ্ধচারী কৃতজ্ঞ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মহান আল্লাহ আমাদের আত্মশুদ্ধি হওয়ার তৌফিক দান করুন।

     লেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর