বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

ইবনে বতুতা

ইবনে বতুতা

আফ্রিকার তানজিয়ারে ১৩০৪ খ্রিস্টাব্দে ইবনে বতুতা জন্মগ্রহণ করেন। তার জীবনের ২৫ বছরেরও অধিককাল তিনি প্রায় সমগ্র মুসলিম জাহান পর্যটন করেন। ১৩২৫ খ্রিস্টাব্দে পর্যটন শুরু করে তিনি আট বছরের মধ্যে উত্তর-আফ্রিকা, আরব, পারস্য, লেভান্ট এবং কনস্টান্টিনোপল ভ্রমণ করেন। ১৩৩৩ খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন এবং মুহম্মদ বিন তুঘলক কর্তৃক দিল্লির প্রধান কাজি হিসেবে নিযুক্ত হন। প্রায় আট বছর তিনি এ কাজে নিযুক্ত ছিলেন। অবশেষে তিনি সুলতানের রোষানলে পড়ে বন্দী হন। উপর্যুপরি প্রার্থনার পর তিনি মুক্তিলাভ করেন এবং কয়েক মাস পরে চীন দেশে রাজদূত হিসেবে প্রেরিত হন। কিন্তু ঘটনাক্রমে তার চীন সফর করা সম্ভব হয়নি। কয়েক বছর পরিভ্রমণ করার পর ১৩৪৯ খ্রিস্টাব্দে তিনি মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তনের পথে ইবনে বতুতা সিলেটে হজরত শাহ জালালের সঙ্গে সাক্ষাৎ করেন। তার প্রণীত ‘রেহালা’ বা ‘সফরনামায়’ তিনি তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন। তার বর্ণনায় তৎকালীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিশদ বিবরণ পাওয়া যায়। ইবনে বতুতা মুহম্মদ বিন তুঘলকের সমসাময়িক ছিলেন। তার গ্রন্থে মুহম্মদ বিন তুঘলকের রাজত্বকালের ইতিহাস বিধৃত হয়েছে। কিন্তু এ বিখ্যাত পরিব্রাজকের বর্ণনা সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। কারণ প্রথমত, সুলতানের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল এবং তিনি কারা নির্যাতন ভোগ করেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর