বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

৩২০০ আসামি সমাচার

গ্রেফতার বাণিজ্যের সুযোগ সৃষ্টি কাম্য নয়

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় বেপরোয়া বাণিজ্যে মেতে উঠেছে পুলিশের একশ্রেণির অসৎ সদস্য। সোমবার এলাকাবাসীর সঙ্গে বিদ্যুেকন্দ্র সংশ্লিষ্ট লোকজনের সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালায় এবং অন্তত চারজন প্রাণ হারায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ এবং ৩২০০ জনকে অজ্ঞাতনামা আসামি বানিয়ে এক মামলাও দায়ের করে। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাকে মূলধন করে পুলিশ এলাকায় গ্রেফতার বাণিজ্যে মেতে উঠতে পারে এ আশঙ্কায় ভুগছে এলাকাবাসী। স্মর্তব্য, গত সোমবার বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের হাজীপাড়া স্কুলমাঠে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের প্রতিবাদে সমাবেশ আহ্বান করেন স্থানীয়রা। সমাবেশ শুরুর আধঘণ্টা আগে স্থানীয় এমপির পক্ষে মাইকিং করে পাল্টা সমাবেশের ডাক দেয় অন্যপক্ষ। একই স্থানে দুটি সমাবেশের ডাক দেওয়ায় উত্তেজনা সৃষ্টির শঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সমাবেশ পণ্ড করার জন্য ১৪৪ ধারা জারি হয়েছে অভিযোগ তুলে একপর্যায়ে জনতা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ প্রতিবাদী জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পুলিশের সঙ্গে থাকা বিদ্যুেকন্দ্র নির্মাণ পক্ষের লোকজনও এ সময় গুলি চালায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ ঘটনায় চারজন নিহত ও অর্ধশত আহত হন। বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন খাতে দেশের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা পশ্চিম বড়ঘোনায়। চায়না সেবকো এইচটিজির সঙ্গে যৌথভাবে ৬০০ একর জমির ওপর ২০ হাজার কোটি টাকার এ উদ্যোগ বাস্তবায়ন করছে এস আলম গ্রুপ। কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রের ৭০ শতাংশের মালিকানা এস আলম গ্রুপের। ৩০ শতাংশের মালিকানা চীনা প্রতিষ্ঠানের। এলাকাবাসীর বক্তব্য তারা বিদ্যুেকন্দ্র নির্মাণের বিরুদ্ধে নয়। তবে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বিদ্যুেকন্দ্র নির্মাণ গ্রহণযোগ্য নয়। জমিজমা অধিগ্রহণে জোর প্রয়োগের অভিযোগও করেছেন এলাকাবাসী। সোমবারের ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। যা বাঁশখালীর পরিস্থিতিকে ক্রমান্বয়ে জটিল করে তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এলাকাবাসী ও বিদ্যুেকন্দ্র কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসবেন আমরা এমনটিই দেখতে চাই। জাতীয় স্বার্থে বিদ্যুেকন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা যেমন অনস্বীকার্য তেমনি মানুষকে ভিটেমাটি ছাড়া করাও যে উন্নয়ন নয় সেটিও সবাইকে বুঝতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর