রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ধর্মীয় অনুভূতিতে আঘাত

মুক্তচিন্তা নয় বিকৃত রুচির প্রতিফলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তচিন্তার নামে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াকে নোংরামি বলে অভিহিত করেছেন এবং এ ধরনের প্রবণতা থেকে সংশ্লিষ্টদের দূরে থাকার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, আমি যে নবীকে মানি তাকে কটাক্ষ করে কথা বলা হলে তা মেনে নেওয়া সম্ভব নয়। মুক্তচিন্তার নামে কোনো ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না। নববর্ষের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ধর্মের বিরুদ্ধে কেউ কিছু লিখলেই তারা হয়ে যান মুক্তচিন্তার অধিকারী। এখানে মুক্তচিন্তার কিছু দেখি না। ধর্মীয় অনুভূতিতে আঘাত বিকৃত রুচির পরিচয়। আমার ধর্ম আমি পালন করি। আমার ধর্ম সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখেন তাকে আমরা কেন বরদাস্ত করব? অন্য ধর্মের যারা আছেন তাদের বিরুদ্ধে কেউ লিখলে তাও গ্রহণযোগ্য হবে না। প্রধানমন্ত্রী একই সঙ্গে ধর্মের নামে যারা মানুষ খুন করে তাদের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। বলেন একজন লিখল আর তাকে খুন করে প্রতিশোধ নেওয়ার কথা ইসলাম বলেনি। বিচার তো আল্লাহ করবেন। তিনিই শেষ বিচারের মালিক। যাদের আল্লাহর ওপর ভরসা নেই তারাই খুন-খারাবি করতে চায়। তারা আসলে আল্লাহ-রসুল মানে না। তারা নিজেরাই আল্লাহর কাজ করার চেষ্টা করে। এটা তো শিরক। প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠানে মুক্তচিন্তার নামে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অবিমৃষ্যকারিতা এবং বিচার নিজ হাতে তুলে নিয়ে সংশ্লিষ্ট লেখককে হত্যার অগ্রহণযোগ্য কর্মকাণ্ড সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা সময়ের প্রেক্ষাপটে তাত্পর্যের দাবিদার। বাংলাদেশের সংবিধানে নাগরিকদের মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে। প্রতিটি মানুষকে নিজ নিজ ধর্ম পালনের অধিকারও স্বীকার করা হয়েছে সংবিধানে। কিন্তু মত প্রকাশের নামে অপরের স্পর্শকাতর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশে মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপচেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। এ অপচেষ্টা ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশকে ক্ষুণ্ন করছে। ধর্মপ্রাণ মানুষের মনে ক্ষত সৃষ্টি করছে। তারই প্রতিক্রিয়ায় ব্লগার হত্যার অপ্রত্যাশিত ঘটনাও ঘটছে। এই দুই অপপ্রবণতা রোধে সরকার প্রধানের কঠোর মনোভাব প্রশংসার দাবিদার। আমরা আশা করব ধর্মের বিরুদ্ধে আপত্তিকর সমালোচনা বা কটাক্ষকারী যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর আঘাত হানা হবে। দেশের মানুষের ধর্মীয় অধিকার রক্ষার তাগিদে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এমনটিই কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর