শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

ফিনিসীয় সভ্যতা

সভ্যতার ইতিহাসে ফিনিসীয়দের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হলো উন্নত লিখন পদ্ধতি ও লেখার কাগজ পেপাইরাসের প্রবর্তন। তারা মিসর ও ব্যাবিলনের ৬০০ অক্ষরকে ২২টিতে হ্রাস করে লিখন পদ্ধতিকে সহজ করে। তাদের এ পদ্ধতি রোমান ও গ্রিকরা ইউরোপে প্রচার করে।

মানব সভ্যতা এসব অবদানের জন্য ফিনিসীয়দের কাছে ঋণী।

  জাফর খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর