রবিবার, ১৫ মে, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

পোল্যান্ড অভিযান

১৪৯৭ খ্রিস্টাব্দে পোল্যান্ডের রাজা অটমান তুর্কিদের অধিকৃত কিলিয়া ও আক্কেরমান ছিনিয়ে নিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সুলতান তুর্কি ও মোলদাভিয়া বাহিনীর সম্মিলিত একটি দলকে পোল্যান্ডের বিরুদ্ধে প্রেরণ করেন এবং পোডলিয়া ও গ্যালিসিয়া বিধ্বস্ত হয়। ১৪৯৯ খ্রিস্টাব্দে তুরস্ক, মোলাভিয়া এবং পোল্যান্ডের  মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হলে যুদ্ধের অবসান হয়। সুলতান বায়েজিদের রাজত্বকালে তুর্কিদের সঙ্গে পারস্যবাসীদের সংঘর্ষ বাধে। পারস্যের শিয়া মতবাদ এশিয়া মাইনরে বিস্তার লাভ করে। এতে বায়েজিদ শঙ্কিত হয়ে পড়েন এবং তার রাজ্যে শিয়া মতবাদ প্রচার নিষিদ্ধ ঘোষণা করেন। বহু শিয়া মতাবলম্বীকে ভূমধ্যসাগরীয় দ্বীপাঞ্চলে নির্বাসিত করা হয়। এর ফলে পারস্যের শিয়া রাষ্ট্রের অধিপতি শাহ ইসমাঈলের সঙ্গে সুন্নি তুর্কি সুলতান বায়েজিদের সংঘর্ষ হয়। ১৫০৮ খ্রিস্টাব্দে এই সংঘর্ষে উভয়পক্ষের জয়-পরাজয় অনিশ্চিত থাকে। শাহ কুলী নামক একজন শিয়া নেতার প্ররোচনায় টেক্কী ও কারমানের শিয়াগণ বিদ্রোহ ঘোষণা করে কুনিয়া ও কুতিয়া দখল করে। সুলতান বায়েজিদ তাদের সমুচিত শিক্ষাদানের উদ্দেশ্যে তার প্রধান উজির আলী পাশার নেতৃত্বে চার হাজার জেনিসারীসহ একটি সৈন্যদল প্রেরণ করেন। ১৫১১ খ্রিস্টাব্দে সিভাসের কাছে একটি খণ্ডযুদ্ধে শিয়াগণ পরাজিত হয় এবং তাদের নেতা শাহ কুলী নিহত হন। অটমানগণ জয়লাভ করলেও প্রধানমন্ত্রী ও সেনানায়ক আলী পাশা যুদ্ধে প্রাণ হারান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর