মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

মীরজাফর ওলন্দাজ ষড়যন্ত্র

১৭৫৯ খ্রিস্টাব্দে হুগলি নদীর মোহনায় ওলন্দাজ নৌবহর উপস্থিত হলো। চতুর ক্লাইভ পূর্ব থেকেই মীর জাফরের সঙ্গে ওলন্দাজের গোপন ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিলেন। তিনি ওলন্দাজ নৌবহর আক্রমণ করে বিদারার যুদ্ধে ওলন্দাজদের সম্পূর্ণ পরাজিত ও বিতাড়িত করে দিলেন। ১৭৬০ খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ স্বদেশে প্রত্যাবর্তন করেন।

ইতিমধ্যে মীর জাফরের অকর্মণ্যতা ও বিশ্বাসঘাতকতা ইংরেজদের কাছে সুস্পষ্ট হয়ে উঠলে অস্থায়ী গভর্নর হলওয়েলের প্রস্তাবক্রমে তাকে মসনদচ্যুত করা স্থির হলো। ওলন্দাজের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে মীর জাফর মসনদচ্যুত হলেন। ভান্সিটার্ট ছিলেন তখন কলকাতার ইংরেজ গভর্নর। ইংরেজদের সাহায্যে মীর জাফরের জামাতা মীর কাসিম বাংলার মসনদে অধিষ্ঠিত হলেন। সম্রাট শাহ আলম তখন দিল্লির বাদশাহ।

সর্বশেষ খবর