বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

বিচিত্রিতা : শঙ্খশিল্প

সমুদ্রজাত শঙ্খ দ্বারা শাঁখা, চুড়ি, বাজুবন্ধ, আংটি, লকেট, বোতাম, চুলের কাঁটা, ক্লিপ ইত্যাদি তৈরি করা হয়। অধুনা সিন্দুরদানি, আগরদানি, ছাইদানি, টেবিল ল্যাম্প ইত্যাদি শৌখিন ও ব্যবহার্য দ্রব্য তৈরি হচ্ছে। এসব দ্রব্য কারুকার্যখচিত ও সুদৃশ্য। পেশাদার শিল্পী শাঁখারিরা এগুলোর নির্মাতা। দ্বিমুখী করাত এর প্রধান হাতিয়ার। শাঁখারি ডিজাইন অনুযায়ী শঙ্খ কেটে নিয়ে ঘষেমেঝে সেগুলোকে পরিষ্কার করে এবং তারপর তার গায়ে নকশা খোদাই করে বিভিন্ন অলঙ্কার তৈরি করে।  ঢাকার শাঁখারি পট্টির শঙ্খশিল্পের দীর্ঘকালের ঐতিহ্য রয়েছে। সারা দেশের চাহিদা এখান থেকেই মেটানো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর