শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

হাঙ্গেরির আনুগত্য

হাঙ্গেরির রাজা ফাডিন্যান্ড তুর্কি সুলতানের কাছে দূত প্রেরণ করে আনুগত্য স্বীকার করেন এবং নিয়মিত করদানে অঙ্গীকারবদ্ধ হন। কিন্তু উদ্ধত প্রকৃতির ফাডিন্যান্ড সুলতানের কাছে বেলগ্রেড এবং হাঙ্গেরির অপরাপর শহর প্রত্যপর্ণ করার দাবি জানান। এতে সুলতান ক্রুদ্ধ হয়ে জেপোলিয়ার আহ্বানে সাড়া দিয়ে হাঙ্গেরির বিরুদ্ধে দ্বিতীয়বার অভিযান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর