শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

মামলুক দূতকে অপমান

দূরদৃষ্টিসম্পন্ন সেলিম তার গুপ্তচরের মাধ্যমে জানতে পারেন যে, মামলুকগণ আগ্রাসনের নিমিত্ত যুদ্ধাভিযান করেছেন। এর ফলে সেলিম কানসুলের দূতকে অপমানিত করে বিতাড়িত করেন। অপরদিকে তুর্কি দূতও মামলুক সুলতানের কাছে লাঞ্ছিত হন। এভাবে তুরস্ক ও মিসরের মধ্যে শান্তির আশা ধূলিসাৎ হলে উভয় পক্ষ সমরপ্রস্তুতি গ্রহণ করে। ১৫১৬ খ্রিস্টাব্দে জুন মাসে সুলতান সেলিম বিশাল সৈন্যবাহিনীসহ কুনিয়ায় উপস্থিত হন এবং আলেপ্পো শহরে অবস্থানরত মামলুক বাহিনীর সঙ্গে সংঘর্ষের প্রস্তুতি গ্রহণ করেন। আলেপ্পোর নিকটবর্তী মার্জ দাবিকের প্রান্তরে ২৪ আগস্ট মামলুক ও তুর্কি বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর