মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

ফিনিসীয় রাষ্ট্রব্যবস্থা

ফিনিসীয়রা অ্যাসিরীয় ও ব্যাবিলনীয় জাতির মতো একক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। তারা ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্রে বাস করত। রাজা ও পরিষদ কর্তৃক এসব নগররাষ্ট্র শাসিত হতো। নগররাষ্ট্রের মধ্যেই সিডন ও টায়ার অপেক্ষাকৃত শক্তিশালী ছিল। কিন্তু সমুদ্রতীরে অবস্থিত এ দুটি শহর সামরিক দুর্বলতার জন্য প্রায়ই বিদেশিদের আক্রমণের শিকার হতো এবং শেষ পর্যন্ত তারা তাদের স্বাধীনতা রক্ষা করতে পারেনি। ফিনিসীয়রা নানা দেবদেবীর পূজা করত। সূর্য-দেবতা বা আল ও চন্দ্র-দেবতা অ্যাসটোরেক সবচেয়ে শক্তিশালী  দেবতা বলে ভাবা হতো। দেবতার সন্তুষ্টির জন্য ফিনিসীয়রা অনেক সময় নিজেদের সন্তানকেও বলি দিত। ফিনিসীয়রা ব্যবসায়-বাণিজ্য করে জীবিকা অর্জন করত। জলপথে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে এবং স্থলপথে আরব, পারস্য অ্যাসিরিয়া মধ্য এশিয়া ও ককেশীয় অঞ্চলের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক ছিল। শিল্প ক্ষেত্রেও তারা যথেষ্ট উন্নতি করেছিল।

সর্বশেষ খবর