রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মানবসেবা রসুল (সা.) এর সুন্নাত

মাওলানা মুহম্মাদ আশরাফ আলী

মানবসেবা রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিশোর বয়সে হিলফুল ফুজুল নামের সংগঠন গড়ে তুলেছিলেন এ  মহান উদ্দেশ্যকে সামনে রেখে। মানবসেবার  মাধ্যমে মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালাকে সন্তুষ্ট করা যায়। আবু মূসা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘অসুস্থ লোকের সেবা কর, ক্ষুধার্তকে অন্ন দাও এবং বন্দীকে মুক্ত কর।’ [বুখারি : ৫৬৪৯; মুসনাদ আবী ই’আলা : ৭৩২৫] মানবসেবা ও সমাজকল্যাণে ইসলামের অনন্ত প্রেরণার স্বাক্ষর হিসেবে নিম্নোক্ত হাদিসে কুদসিই যথেষ্ট হতে পারে। আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘কেয়ামত দিবসে নিশ্চয় আল্লাহতায়ালা বলবেন, ‘হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমার শুশ্রূষা করনি।’ বান্দা বলবে, ‘হে আমার প্রতিপালক। আপনি তো বিশ্বপালনকর্তা আমি কীভাবে আপনার শুশ্রূষা করব?’ তিনি বলবেন, ‘তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, অথচ তাকে তুমি দেখতে যাওনি। তুমি কি জান না, যদি তুমি তার শুশ্রূষা করতে তবে তুমি তার কাছেই আমাকে পেতে।’ ‘হে আদম সন্তান, আমি তোমার কাছে আহার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আহার করাওনি। বান্দা বলবে, ‘হে আমার রব, তুমি হলে বিশ্বপালনকর্তা, আমি তোমাকে কীভাবে আহার করাব?’ তিনি বলবেন, ‘তুমি কি জান না যে, আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, কিন্তু তাকে তুমি খাদ্য দাওনি। তুমি কি জান না যে, তুমি যদি তাকে আহার করাতে তবে আজ তা প্রাপ্ত হতে?’ আল্লাহ বলবেন, ‘হে আদম সন্তান, তোমার কাছে আমি পানীয় চেয়েছিলাম, অথচ তুমি পানীয় দাওনি।’ বান্দা বলবে, ‘হে আমার প্রভু, তুমি তো রাব্বুল আলামীন তোমাকে আমি কীভাবে করাব?’ তিনি বলবেন, ‘তোমার কাছে আমার অমুক বান্দা পানি চেয়েছিল কিন্তু তাকে তুমি পান করাওনি। তাকে যদি পান করাতে তবে নিশ্চয় আজ তা প্রাপ্ত হতে।’ [মুসলিম : ৬৭২১; সহিহ ইবন হিব্বান : ৭৩৬] উপরোক্ত হাদিসের আলোকে কোনো মুসলিমের পক্ষেই সমাজসেবায় বিমুখ হওয়া সম্ভব নয়। কোরআন-সুন্নাহর ধারক-বাহক উলামায়ে কিরামদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। মুসলমানদের মধ্যে যাতে মানবসেবা বা সমাজসেবার মনোভাব গড়ে ওঠে সে ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সমাজসেবামূলক কাজে জড়িত থাকার তাওফিক দান করুন। আমিন।

লেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর