মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা
বিচিত্রিতা

শোলা

শোলা এক প্রকার উদ্ভিদ; এগুলো ধানখেত ও জলাভূমিতে জন্মে। এ শোলা দিয়ে কারুকার্যময় হরেকরকম জিনিস তৈরি করা হয়। শোলানির্মিত প্রতিমার চালচিত্র ও বিয়ের বর-কনের টোপরের ব্যবহার হিন্দুসমাজে অতীতকাল থেকেই চলে আসছে। টোপরে কদম ফুলের ঝালর থাকে। শিশুতোষ খেলনা ও ঘরের শৌখিন সাজ শোলাশিল্পে বৈচিত্র্য এনেছে। বৃত্তিজীবী মালাকাররা এ শিল্পের রূপকার।

তারা শোলা, সুতা, কাগজ, আঠা ও রঙের সাহায্যে পাখি, হাতি, ফুল, পুতুল, নৌকা, চাঁদমালা, ঝালর ইত্যাদি তৈরি করে মেলা ও হাটবাজারে বিক্রি করে। বৈষ্ণবরা শোলানির্মিত রাধাকৃষ্ণের মূর্তি রাসমঞ্চে প্রতিষ্ঠা করে পূজা করে। তিন সারির কদম ফুল ও পাতার মাঙ্গলিক নামের শোলার শিল্পকর্মটি একটি শৌখিন দ্রব্য; ঘরে ঝুলিয়ে রাখা হয়। ব্রিটিশ আমলে শোলার হ্যাট জনপ্রিয় ছিল। ধারালো ছুরি ও কাঁচি এ শিল্পের প্রধান যন্ত্র। শুকনো শোলার ছাল খুলে এর সাদা অংশ ব্যবহার করা হয়। ছুরি দিয়ে প্রয়োজনমতো শোলা কেটে মালাকার হাতের কৌশলে এসব শিল্পকর্ম     তৈরি করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর