বুধবার, ২৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা
স্মরণ

এপিজে আবদুল কালাম

এপিজে আবদুল কালাম

স্বনামখ্যাত শিক্ষাবিদ, প্রথিতযশা পরমাণু বিজ্ঞানী ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম গত বছরের ২৭ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেঘালয়ের রাজধানী শিলংয়ে। ভারতের পরমাণু গবেষণার জনক ভাবা হয় এই কৃতি বিজ্ঞানীকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত দেশ ভারতকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। দেশের মহাশূন্য গবেষণায় তার অবদানও ছিল সবার শীর্ষে। পরবর্তীতে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রবক্তা হিসেবেও আবির্ভূত হন তিনি। মেঘালয়ের রাজধানী শিলংয়ে তিনি এসেছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তব্য রাখতে। বক্তব্য দেওয়া অবস্থায় হঠাৎ তিনি পড়ে যান। তাকে সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আবদুল কালামের জন্ম ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম শহরে, ১৯৩১ সালের ১৫ অক্টোবর। মৎস্যজীবী পরিবারের সন্তান ছোটবেলা থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন। পড়াশোনা চালানোর জন্য সেই শিশু বয়সে পত্রিকার হকারি শুরু করেন। মেধাবী এ শিশুটি পরবর্তীতে রকেট বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করেন। দরিদ্র পরিবারের সন্তান এ পি জে আবদুল কালাম, দেশের শীর্ষ মহাশূন্য বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, কৃতী শিক্ষাবিদ ও রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থেকে প্রমাণ করেছেন স্বপ্ন পূরণের প্রত্যয়ী মনোভাব থাকলে তুচ্ছ অবস্থা থেকে মহীরুহে পরিণত হওয়া সম্ভব। নানা ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের অধিকারী আবদুল কালাম ব্যক্তিগত জীবনে ছিলেন সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত। বাংলাদেশের স্থান ছিল তার হৃদয়ের কোমল স্থানে। একাধিকবার বাংলাদেশ সফরে এসেছেন তিনি। বাংলাদেশের নদী তাকে আকর্ষণ করত। এ দেশের পোশাক শিল্পের অসামান্য বিকাশের প্রশংসা করেছেন অকপটে। মানুষের মতো মানুষ অভিধায় অভিহিত হওয়ার যোগ্যতা যারা রাখেন ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ছিলেন তাদেরই একজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর