বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ১৯ নির্দেশনা

ডিসিদের কর্মপ্রেরণার উৎস হোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস মোকাবিলায় জেলা প্রশাসকদের সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে কোথায় কারা সন্ত্রাস করছে তাদের খুঁজে বের করতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শুরু করে সর্বস্তরে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা পায় সে জন্য শিক্ষক ও অভিভাবকদের সহায়তা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড নতুন কিছু নয়। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে একই দিন দেশের ৫০০ জায়গায় বোমা হামলা হয়েছে। ২১ আগস্টসহ বিভিন্ন সময় তিনি নিজেও গ্রেনেড ও বোমা হামলার শিকার হয়েছেন। গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন সাম্প্রতিক ঘটনায় আমাদের নানামুখী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে আমরা সক্ষম হব। কল্যাণপুরের ঘটনা সম্পর্কে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ত্বরিত পদক্ষেপে দেশ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসকদের চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য তাত্পর্যের দাবিদার। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী সন্ত্রাস দমন এবং সাধারণ মানুষের সেবা ও কল্যাণ নিশ্চিতকরণে ১৯টি নির্দেশনাও দেন। এ নির্দেশনায় সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে হয়রানি বা বঞ্চনার শিকার না হন তা নিশ্চিত করতে বলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন রোধ, মাদক পাচার, বাল্যবিয়ে, যৌতুক   ইভ টিজিংয়ের মতো সামাজিক ব্যাধি রোধসহ নানা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সফল বাস্তবায়নে তাদের ভূমিকা অপরিসীম। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও জেলা প্রশাসকরা কার্যকর ভূমিকা পালন করেন। জেলা প্রশাসক সম্মেলনে জঙ্গিবাদ দমন এবং দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নের ওপর সরকারের সাফল্যগুলো এগিয়ে নেওয়াই শুধু নির্ভরশীল নয়, দেশের অগ্রগতিও অনেকাংশে নির্ভরশীল। আমরা আশা করব জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের দৈত্যকে পরাস্ত করতে জেলা প্রশাসকরা সরকারের চোখ এবং কান হিসেবে ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রীর ১৯ নির্দেশনা জেলা প্রশাসকদের কর্মপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হোক।

সর্বশেষ খবর