রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কেরানীগঞ্জের নতুন কারাগার

বন্দীদের প্রতি আচরণেও নতুনত্ব চাই

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে নতুন স্থানে স্থানান্তরিত হয়েছে নতুন সাজে। লাল রঙের পুরনো চেহারা বদলিয়ে নতুন কারাগারের রং রাখা হয়েছে সফেদ সাদা। কারাগার যেন হয় সংশোধনাগার এই স্লোগানকে সামনে রেখে বন্দী স্থানান্তর প্রক্রিয়ায়ও ছিল চমকের ছড়াছড়ি। নতুন কারাগারে বন্দীদের বরণ করা হয়েছে ফুলেল শুভেচ্ছায়। ঢাকার কেন্দ্রীয় কারাগারে সাধারণত ধারণ ক্ষমতার তিনগুণ কয়েদি রাখা হতো। কয়েদিদের অবস্থান করতে হতো অমানবিক পরিবেশে। নতুন কারাগারে বন্দীরা যাতে মানবিক সুযোগ-সুবিধা পান সে দিকে নজর দেওয়া হয়েছে। কর্তৃপক্ষীয় দাবি নতুন কারাগারে বন্দীরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। কারাগার যাতে হয় সত্যিকারের সংশোধনাগার তারা সে পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছেন। জাতিসংঘের কনভেনশন অনুযায়ী প্রতি বন্দীর জন্য একটি রুমের জায়গা ৩৫ স্কয়ার ফিট, কেরানীগঞ্জের নতুন কারাগারের ভবনগুলো তৈরি করা হয়েছে ৯০ স্কয়ার ফিট করে। আন্তর্জাতিক নিয়মানুযায়ী বন্দীদের যেসব সুযোগ-সুবিধা থাকা দরকার তা নিশ্চিত করা হবে ঢাকার নতুন কারাগারে। ঢাকার কেন্দ্রীয় কারাগার স্থাপিত হয়েছিল ২২৮ বছর আগে। ঐতিহ্যবাহী এ কারাগারের রং ছিল লাল। নতুন কারাগারের রং সাদা। বন্দীদের মানসিক প্রতিক্রিয়ায় রঙের এই পরিবর্তন প্রভাব বিস্তার করবে এমনটিও আশা করা হচ্ছে। দূর থেকে যে কেউ দৃষ্টিনন্দন এ কারাগারটি দেখে মনে করবে কোনো সরকারি বা বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের বিশাল প্রকল্প বা মেগাসিটি। দৃষ্টিনন্দন ভবন দেখে যে কেউ থমকে যেতে পারেন। বাইরে থেকে কোনোক্রমেই বোঝার উপায় নেই যে এটি কারাগার ভবন। বিশ্বের আধুনিক সব কারাগারের সঙ্গে সামঞ্জস্য রেখেই কেরানীগঞ্জের আধুনিক কারাগারটি নির্মাণ করা হয়েছে। কারাগারগুলোতে সাধারণত বন্দীদের আলো-বাতাস স্বল্পতায় অসুস্থ হয়ে যেতে দেখা যায়। এক্ষেত্রে  কেরানীগঞ্জের কারাগারটিতে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার অন্যত্র স্থানান্তরের চিন্তাভাবনা শুরু হয় ১৯৮০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর তা বাস্তবায়িত হলো। কারাগারে যাদের ঠাঁই হয়, দৃশ্যত অপরাধী হলেও তারা আমাদেরই স্বজন। তাদের সুপথে আনতে হলে, কারাগারকে সংশোধিত হওয়ার স্থাপনায় পরিণত করতে হলে সব কিছুতেই নতুন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটাতে হবে। নতুন স্থাপনা তৈরি শুধু নয়, বন্দীদের প্রতি আচরণেও নতুনত্ব নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর