বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পিস স্কুল সমাচার

শিক্ষার নামে উগ্রবাদের চর্চা কাম্য নয়

ধর্মীয় উগ্রবাদের ধারক বাহক জাকির নায়েকের ভাবশিষ্যদের দ্বারা গড়ে ওঠা পিস স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভারতের বিতর্কিত ধর্মীয় বক্তা জাকির নায়েকের পিস টিভির লোগোর অনুসরণে পিস স্কুলের লোগো সংবলিত কয়েক ডজন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠে ছিল দেশজুড়ে। এর মধ্যে একটি স্কুল ও দুটি কলেজ ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেরই অনুমোদন ছিল না। পিস স্কুল নামধারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে জামায়াত-শিবিরের সম্পর্ক রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। নিজেদের চেহারা গোপন রাখতে কোথাও কোথাও স্থানীয় কোনো আওয়ামী লীগ নেতাকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে পিস স্কুল পরিচালনারও অভিযোগ রয়েছে। স্মর্তব্য গত ১ জুলাই রাতে গুলশানে একটি  রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর বাংলাদেশে বহুল বিতর্কিত পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এ প্রেক্ষাপটে পিস স্কুল ও কলেজগুলোর কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন ওঠে। সম্প্রতি আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় এবং জেলা প্রশাসক সম্মেলনেও পিস স্কুলের নামে সন্দেহভাজন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বিষয়টি আলোচিত হয়। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পিস স্কুল ও কলেজগুলোর কর্মকাণ্ড অনুসন্ধানে গত ১৫ জুলাই দুই সদস্যের কমিটি করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশের পিস স্কুল ও কলেজের কর্মকাণ্ড সম্পর্কে ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও শিক্ষা বোর্ডগুলোকেও পিস স্কুল ও কলেজ সম্পর্কে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়। এরপরই ওই সব প্রতিষ্ঠান সম্পর্কে তথ্যানুসন্ধানে মাঠে নামে বিভিন্ন শিক্ষাবোর্ড ও এনসিটিবি। জানা গেছে রাজধানীতে পিস নামের অন্তত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ঢাকার বাইরে এ নামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় দুই ডজন। পিস স্কুল নামধারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কী ধরনের পাঠ্যদান করা হয় সে সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো স্পষ্ট ধারণা নেই। ইতিমধ্যে লালমাটিয়ায় একটি স্কুল থেকে সাইনবোর্ড খুলে স্কুলে তালা লাগানো হয়েছে। পিস স্কুল নিয়ে প্রশ্ন ওঠায় রাজশাহীতে জামায়াতপন্থিদের দ্বারা পরিচালিত পিস স্কুল হঠাৎ করে লিজেন্ড একাডেমি নাম ধারণ করেছে। ধর্মীয় উগ্রবাদের চর্চা বন্ধে সন্দেহভাজন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর আরও বেশি নজর রাখা হবে আমরা এমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর