বুধবার, ১০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিদেশিদের অপরাধ তৎপরতা

আইনশৃঙ্খলা রক্ষায় কড়া হতে হবে

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত আফ্রিকান নাগরিকদের এক বড় অংশ প্রতারণা, জালিয়াতি, মাদক ও জাল মুদ্রা ব্যবসায় যে জড়িত এটি একটি ওপেন সিক্রেট। বছরের পর বছর ধরে সুসংবদ্ধ বিদেশি অপরাধীরা তাদের এদেশীয় সহযোগীদের সহায়তায় অপরাধ সংঘটিত করলেও তাদের নিবৃত্ত করার উদ্যোগ সত্যিকার অর্থে কম। সোমবার রাজধানীতে র‌্যাব সদস্যদের হাতে গ্রেফতার হয়েছে জাল মুদ্রা তৈরির সঙ্গে জড়িত জালিয়াত চক্রের ১০ সদস্য। এদের মধ্যে সাতজন ক্যামেরুন ও দুজন কঙ্গোর নাগরিক। জালিয়াত চক্রের এক বাংলাদেশি সহযোগীকেও গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আটক আফ্রিকান নাগরিকরা জাল নোট তৈরির আন্তর্জাতিক চক্রের সদস্য। তাদের কেউ কেউ বৈধ ভিসায় বাংলাদেশে প্রবেশ করলেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বসবাস করছে অবৈধভাবে। আটক বিদেশিদের কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশিদের বিয়ে করে বসবাস করছে। তাদের কাছ থেকে জাল মুদ্রার পাশাপাশি দেশি-বিদেশি বেশ কিছু মোবাইল ফোনের সিম আটক করা হয়েছে। আটককৃতরা জাল ডলার নিয়ে প্রতারণা করতে ডিপ্লোম্যাটিক লেখা কালো লাগেজ ব্যবহার করত। এর আগেও নানা ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকার দায়ে আফ্রিকান বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেফতার করা হয়েছে। চীনা ও তাইওয়ানি নাগরিকদের কেউ কেউ অবৈধ ভিওআইপি ব্যবসাসহ নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে। উত্তর কোরীয় দূতাবাসের পদস্থ কর্মকর্তারা চোরাচালানসহ নানা ধরনের অপরাধকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে বলে অভিযোগ করা হয়। বিদেশি অপরাধীদের অপতত্পরতা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।  বিদেশি প্রতারকদের পাল্লায় পড়ে প্রায়ই সর্বস্ব হারাচ্ছে দেশের কোনো না কোনো নাগরিক।  আইনশৃঙ্খলার স্বার্থে এ বিষয়ে সরকারকে আরও কড়া হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর