শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

পিরি পাশা

কেবল ভূমধ্যসাগরেই তুর্কি নৌ-তত্পরতা সীমাবদ্ধ ছিল না। সোলায়মান পিরি পাশা নামক এক জলদস্যুকে নৌ-অধ্যক্ষ নিযুক্ত করে লোহিত সাগর ও সুয়েজ খালে অভিযান প্রেরণ করেন। পিরি পাশার নেতৃত্বে তুর্কি নৌবহর লোহিত সাগরে প্রাধান্য বিস্তার এবং এডেন ও ইয়েমেন অধিকার করে। অতঃপর পারস্য উপসাগরেও নৌ-তত্পরতা বৃদ্ধি করা হয়। পিরি ভারত মহাসাগরে অভিযান করে পশ্চিম উপকূলের শহর দিউ আক্রমণ করেন। কিন্তু পর্তুগিজদের প্রচণ্ড প্রতিরোধের মুখে তুর্কি বহর সাফল্য অর্জনে ব্যর্থ হয়ে পারস্য-উপকূলে প্রত্যাবর্তন করতে বাধ্য হয়। সোলায়মান কাপুরুষোচিত আচরণের জন্য পিরি পাশাকে হত্যার আদেশ দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর