সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বাড়িওয়ালারা সাবধান

ভাড়াটিয়া সম্পর্কিত তথ্য থানায় জমা দিন

জঙ্গিবিরোধী অভিযানের পর পরই তাদের আস্তানা হিসেবে ব্যবহৃত বাড়ির বাড়িওয়ালাকে আইনের আওতায় আনা অলিখিত নিয়মে পরিণত হয়েছে। আইন অনুযায়ী বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় সম্পর্কে নিশ্চিত হবেন এবং এ সম্পর্কিত তথ্য নিকটস্থ থানায় জমা দেবেন। কিন্তু বাড়িওয়ালাদের অসচেতনতার জন্য সিংহভাগ ক্ষেত্রেই এ নিয়ম মানা হয় না। প্রায় সব ক্ষেত্রেই জঙ্গিরা ভুয়া পরিচয়ে বাড়ি ভাড়া নেয়। ভাড়াটিয়া সম্পর্কিত তথ্যাদি থানায় জমা না দেওয়ায় জঙ্গিদের অস্তিত্ব ধরা পড়ার পর বাড়িওয়ালাদের ধকল পোহাতে হয়। জঙ্গি অভিযানের পর বাড়িওয়ালাদের গ্রেফতার ও রিমান্ডের ঘটনা এতটাই আতঙ্ক সৃষ্টি করেছে যে ঘর ফাঁকা থাকা সত্ত্বেও বাড়িওয়ালারা তরুণ বয়সীদের ঘরভাড়া দিতে ভয় পাচ্ছেন। জঙ্গি নামের সমাজবিরোধীদের সংখ্যা প্রতি লাখে একজনেরও কম হওয়া সত্ত্বেও এ ইস্যুতে ব্যাচেলরদের পক্ষে ঘরভাড়া পাওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। সরকারের কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কখনোই বলা হয়নি ব্যাচেলরদের ঘর ভাড়া দেওয়া যাবে না। ব্যাচেলর হোক আর পরিবার নিয়েই হোক যারা ঘরভাড়া নিচ্ছেন, নিরাপত্তাজনিত কারণে তাদের সম্পর্কে যথাযথ তথ্য সংরক্ষণ এবং তা আইনশৃঙ্খলা কর্তৃপক্ষকে জানানো হবে এমনটিই তারা চাচ্ছেন। এ বিষয়টি মেনে চললে যে কোনো বাড়িওয়ালার পক্ষেই দায় এড়ানো এবং নিজেদের নিরাপদ রাখা সম্ভব। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় গত মাসে জঙ্গিরা ঘরভাড়া নেয় ওষুধ কোম্পানির চাকরিজীবী ভুয়া পরিচয়ে। বাড়িওয়ালা সংশ্লিষ্ট তরুণদের ছবি এবং অন্যান্য তথ্য-উপাত্ত থানায় জমা দিলে জঙ্গিদের ঘরভাড়া দেওয়ার দায় থেকে যে অনায়াসে রেহাই পেতেন তা সহজেই অনুমেয়। আমাদের মতে, বাড়িওয়ালারা যাতে এ বিষয়ে যথেষ্ট সচেতন হয়ে ওঠেন সে বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন। ভাড়াটিয়াদের সম্পর্কে যথাযথ তথ্য দেওয়ার পরও কোথাও যাতে বাড়িওয়ালাদের অকারণে হয়রানি না করা হয় সে বিষয়টিও নিশ্চিত হওয়া দরকার। জননিরাপত্তার স্বার্থেই এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাড়িওয়ালাদের সহযোগিতাপূর্ণ সম্পর্ক নিশ্চিত করতে হবে। জঙ্গিবাদের ভিত উৎপাটনের পাশাপাশি নিজেদের নিরাপত্তার স্বার্থেই এ বিষয়ে একে অপরের সহযোগী হয়ে উঠতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর