মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

স্কুলছাত্রী রিশার হত্যাকাণ্ড

বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কিশোরী ছাত্রী সুরাইয়া আক্তার রিশা চলে গেল না-ফেরার দেশে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রবিবার হার মানে সে। ২৪ আগস্ট, বুধবার কাকরাইল ফুটওভার ব্রিজের ওপর দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয় রিশা। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে, এমনটিই জানিয়েছেন চিকিৎসকরা। ১৪ বছরের কিশোরী রিশা তার মাকে সঙ্গে নিয়ে ছয় মাস আগে স্কুলের ড্রেস বানাতে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে যায়। দোকানের রিসিটে বাসার ঠিকানা ও রিশার মোবাইল ফোনের নম্বর দেওয়া ছিল। সেই নম্বরের সূত্র ধরে ওই দোকানের কাটিং মাস্টার ওবায়দুল রিশাকে মোবাইল ফোনে প্রায়ই উত্ত্যক্ত করত। পরে ঝামেলা এড়াতে রিশার মোবাইল ফোনটি বন্ধ রাখা হয়। এর পর থেকে ওবায়দুল নামের ওই বখাটে রিশাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতে থাকে। রিশাকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হলে বখাটে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রিশার মৃত্যু স্বাভাবিকভাবেই তার সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। খুনির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। বাবা-মার কাছে সন্তানের এমন অপমৃত্যু কতটা যে অসহনীয় তা সহজেই অনুমেয়। স্কুল-কলেজে যাওয়া-আসার পথে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা আমাদের দেশের বখাটেদের অভ্যাসে পরিণত হয়েছে। গ্রামাঞ্চল ও মফস্বল শহরগুলোয় এ প্রবণতা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, অনেক বাবা-মা কন্যাসন্তানদের স্কুল বা কলেজে পাঠাতে ভয় পান। দেশে বাল্যবিয়ের আধিক্যের পেছনেও বখাটেদের উৎপাত অনেকাংশে দায়ী। খোদ রাজধানীতেও বখাটেদের দৌরাত্ম্য যে কম নয়, রিশার মৃত্যু সে সত্যই তুলে ধরেছে। শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা উত্ত্যক্তের শিকার হওয়া সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে নীরব থাকতে বাধ্য হয় মানসম্মানের ভয়ে। আমাদের ঘুণে ধরা সমাজের কাছে এসবের প্রতিকার চাইলে অধিকাংশ ক্ষেত্রেই সমাজপতিরা বখাটের পক্ষাবলম্বন করেন, এমন অভিযোগই প্রবল। আমরা আশা করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিশার ঘাতককে গ্রেফতার করতে সম্ভাব্য সব চেষ্টা চালাবে। সন্তানহারা বাবা-মাকে সন্তান ফিরিয়ে দেওয়ার সাধ্য কারও না থাকলেও সন্তান হত্যার ন্যায়বিচার তারা যাতে পান, তা অন্তত নিশ্চিত করা হবে।

সর্বশেষ খবর