সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
বিচিত্রিতা

পরিকুণ্ড ঝরনা

পরিকুণ্ড ঝরনা

পরিকুণ্ড ঝরনা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতের কাছে অবস্থিত। যারা ইতিমধ্যেই মাধবকুণ্ডের জলপ্রপাত দেখতে গিয়েছেন তাদের অনেকেরই জানা নেই যে মাধবকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে আরেকটি ঝরনা রয়েছে। মাধবকুণ্ড জলপ্রপাতের ঠিক আগেই অবস্থিত পরিকুণ্ড ঝরনাটি, তাই অনেকের কাছেই অচেনা। বর্ষাকাল ছাড়া অন্যান্য মৌসুমে এই ঝরনাটি শুকিয়ে যায়। পরিকুণ্ড ঝরনা খুঁজে পেতে অসুবিধা হলে পার্কের অভ্যন্তরে কাউকে জিজ্ঞাসা করুন, তারাই আপনাকে পথ চিনিয়ে দেবে। এই ঝরনায় পৌঁছতে হলে আপনাকে প্রবাহিত পানির ওপর দিয়ে অমসৃণ পথে হাঁটতে হবে, তাই এ সময় আপনার জামাকাপড় ভিজতে বাধ্য। এ ছাড়া পিচ্ছিল পথে চলার সময় আপনাকে সাবধানে পা ফেলতে হবে অন্যথায় যে কোনো মুহূর্তে পিছলে পড়ে আপনি আঘাত পেতে পারেন। অনেকে মনে করেন যে, এখানকার নীরবতার কারণে এই ঝরনাটি মাধবকুণ্ডের মূল জলপ্রপাতের চেয়ে বেশি সুন্দর। অজ্ঞতার কারণে এখানে মানুষজন খুব একটা না আশায় এই নীরবতা বজায় থাকে (মাধবকুণ্ডের জলপ্রপাতটি পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে)। প্রায় ১৫০ মিটার উঁচু এই ঝরনাটি নিচ থেকে উপরে বেশ খাড়া হওয়ায় এটিকে মাধবকুণ্ডের জলপ্রপাতের চেয়ে উঁচু মনে হয়। এই ঝরনায় পানির পরিমাণ ও গভীরতা কম হলেও পাথরের ওপর পানি পড়ার পর অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় আর এ কারণেই এই ঝরনার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর