মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
পাঠক কলাম

জঙ্গিবাদবিরোধী দৃপ্ত উচ্চারণ

মুক্তিযুদ্ধের ফসল অসাম্প্রদায়িক বাংলাদেশে পুরনো শকুনরা পাঁয়তারা শুরু করেছে। জঙ্গিবাদের কলঙ্ক এঁটে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে লাল সবুজের এই দেশের সঙ্গে। জঙ্গিবাদের শিকড় দেশের মাটি থেকে চিরতরে উপড়ে ফেলার অভিপ্রায়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ সেপ্টেম্বর জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কর্মসূচি পালিত হয়। নেছারাবাদ উপজেলার সব স্কুল, কলেজ, মাদ্রাসায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয়েছে সবার কণ্ঠে।

প্রতিটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টসহ মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্থানীয় সরকারের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনেরা। দেশের এই দুঃসময়ে সম্মিলিত প্রচেষ্টাই পারে জঙ্গিবাদকে নির্মূল করতে। কর্মসূচিতে ইমাম সাহেবরা ইসলামে যে জঙ্গিবাদের সুযোগ নেই তা বোঝাতে চেয়েছেন শক্তিশালী উচ্চারণের মাধ্যমে। আমাদের বিশ্বাস, এ ধরনের সামাজিক আন্দোলনই জঙ্গিবাদকে চিরতরে নির্মূল করবে। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকা উচিত।

 কাজী সাইফুদ্দীন ওয়ালীদ

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নেছারাবাদ, পিরোজপুর।

সর্বশেষ খবর