শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

সিরিয়া অভিযান

১২৯২ সালেই আল-আশরাফ মোঙ্গলদের কাছ থেকে ‘কালাত-আর-রুম’ দখল করেন এবং এর নামকরণ করা হয় ‘কালাত আল-মুসলিমিন’। বায়বার্স এবং কালাউনের পদাঙ্ক অনুসরণ করে আল-আশরাফ বিভিন্ন দেশ জয়ের পরিকল্পনা করেন। তিনি সিরিয়া অভিযান করে মারান ও বেহেসনা দখল করেন। কিন্তু আল-আশরাফ ১২৯৩ সালে নিহত হন। এরপর তার ছোটভাই আল-নাসির মাত্র নয় বছর বয়সে বাহরি মামলুকদের সিংহাসনে উপবেশন করেন। ১২৯৩ সালে তিনি রাজত্ব শুরু করেন এবং মুসলিম ইতিহাসে একমাত্র তিনিই পর পর তিনবার রাজত্ব করার সৌভাগ্য অর্জন করেন। তার রাজত্বকাল ছিল সর্বাপেক্ষা দীর্ঘ, মোট ৪৮ বছর। প্রথমবারের মতো নাবালক সুলতান সিংহাসনে আরোহণের এক বছরের মধ্যেই মামলুক আমির ও তার প্রতিনিধি কেতবগার ষড়যন্ত্রে সিংহাসনচ্যুত হন।

কেতবগা ছিলেন উচ্চাভিলাষী ও স্বৈরাচারী। এ কারণে আল-নাসিরের প্রধানমন্ত্রী সেনগায়, আসসুগায়ের ও গৃহাধ্যক্ষ বায়বার্সের সঙ্গে কেতবগার মতবিরোধ আরম্ভ হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর