রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হেলিকপ্টার দুর্ঘটনা

ক্রিকেটারদের চলাচলে সতর্কতা কাম্য

বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান শুক্রবার অল্পের জন্য বেঁচে গেছেন হেলিকপ্টার দুর্ঘটনা থেকে। বাংলাদেশের শীর্ষ এই ক্রিকেট তারকাকে বহনকারী একটি ভাড়া করা হেলিকপ্টার কক্সবাজারের ইনানী সৈকতের রয়েল টিউলিপ হোটেলে তাকে নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পর দুর্ঘটনায় পতিত হয়। উখিয়ার বেজু নদীর মোহনায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এতে মারা যান শাহ আলম নামের বিজ্ঞাপনী সংস্থার একজন কর্মকর্তা, আহত হন পাইলটসহ তিনজন। ঈদুল আজহায় বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন না থাকায় এ অবসরে বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে সাকিব উড়ে যান কক্সবাজারে। ১৮ সেপ্টেম্বর থেকে অনুশীলন থাকায় ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিজ্ঞাপন চিত্রের জন্য বিজ্ঞাপনী সংস্থাকে সময় দেন। মেঘনা অ্যাভিয়েশনের রবিনসন আর ৬৬ মডেলের হেলিকপ্টারটি ক্রিকেট তারকাকে ইনানী সৈকতের হোটেলে নামিয়ে ঢাকার পথে বিজ্ঞাপন সংস্থার লোকজন নিয়ে রওনা হওয়ার কিছুক্ষণ পর দুর্ঘটনায় পতিত হয়। অ্যাভিয়েশনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা পাইলটের আপত্তি সত্ত্বেও দরজা খোলা রেখে ভিডিও করার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। হেলিকপ্টারটি ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিল তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে বহন করে। তিনি নিরাপদে লক্ষ্যস্থলে পৌঁছালেও এর কিছুক্ষণ পর হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হওয়ায় সারা দেশে উৎকণ্ঠার সৃষ্টি হয়। সাকিব আল হাসান টুইটারে দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, তিনি ভালো আছেন। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের প্রাক্কালে অল্পের জন্য দেশসেরা ক্রিকেটারের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া স্বস্তিদায়ক খবর হলেও এ ঘটনা জাতীয় দলের ক্রিকেটারদের চলাচলের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ সৃষ্টি করেছে। হেলিকপ্টারের চালক যিনি ছিলেন তিনি একজন দক্ষ পাইলট হলেও ঝাউগাছের মাথা ঘেঁষে অত্যন্ত নিচ দিয়ে হেলিকপ্টার চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। কক্সবাজারে হেলিকপ্টার ল্যান্ডের ব্যাপারে পাইলট সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। সাকিব আল হাসান বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ক্রিকেটারই শুধু নন, আশা-ভরসার স্থল। দুর্ঘটনা থেকে তার রক্ষা পাওয়ায় সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমরা শোকরিয়া আদায় করছি।

আশা করব এ ঘটনা পেশাগত ক্ষেত্রে সাকিব আল হাসানকে আরও নিবেদিত হতে উদ্বুদ্ধ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর