বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সব্যসাচীর জীবনাবসান

সৈয়দ শামসুল হকের প্রতি আমাদের শ্রদ্ধা

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বিদায় নিয়েছেন দেশের সাহিত্যাঙ্গনে অসীম শূন্যতা সৃষ্টি করে। প্রায়  একাশি বছর বয়সে অতুলনীয় এ সাহিত্য শিল্পীর জীবনাবসানকে অকাল মৃত্যু বলে অভিহিত করার কোনো সুযোগ নেই। প্রায় ছয় দশক ধরে সাহিত্যের সব ধারায় যিনি দাপুটে অস্তিত্ব বজায় রেখেছেন তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা যে সহজে পূরণীয় নয় তা সহজে অনুমেয়। সৈয়দ শামসুল হক ছিলেন দেশ ও জাতির প্রতি অঙ্গীকারাবদ্ধ একজন সাহিত্যকর্মী। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র সব ক্ষেত্রেই তিনি নিজেকে চিনিয়েছেন অসামান্য প্রতিভা হিসেবে। মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কারে অভিষিক্ত হয়েছেন তিনি। বাংলাদেশের মঞ্চনাটক যেসব কৃতী নাট্যকারের হাত ধরে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে সৈয়দ হক তাদেরই একজন। কাব্য নাটক রচনায় তিনি দেখিয়েছেন কিংবদন্তিসম কৃতিত্ব। ‘নূরুল দীনের সারাজীবন’ ও ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটকের মাধ্যমে দেশের নিপীড়িত মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। নূরুল দীনের সারা জীবন কাব্য নাটকের ‘জাগো বাহে কোনঠে সবায়’ উচ্চারণটি কিংবদন্তির মর্যাদা পেয়েছে। দেশের প্রতিবাদী মানুষের স্লোগানে পরিণত হয়েছে এ সংলাপটি। শুধু সাহিত্যকর্মী হিসেবে নয়, মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রেও তিনি আলোর দিশার ভূমিকা পালন করেছেন। অসামান্য প্রতিভার অধিকারী সৈয়দ শামসুল হক জীবনবাদী সাহিত্যকর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। মানুষের মনে আশা জাগিয়ে তোলাকে তিনি তার কর্তব্য বলে ভেবেছেন। তার জন্মস্থান কুড়িগ্রামসহ উত্তরের জনপদকে তিনি তার কলমের আঁচড়ে উপস্থাপন করেছেন অনন্যভাবে। যুগ যুগ ধরে তার নাটক, গীতি কবিতা, গল্প ও উপন্যাসের অমরতা অনুভূত হবে। সৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালে উত্তরের জনপদ কুড়িগ্রামে। তার শেষ ঠিকানা হিসেবেও তিনি বেছে নিয়েছেন ‘বাহের’ দেশকে। মহান এ সাহিত্যিকের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। সাহিত্যের সব শাখায় সমান দাপট দেখালেও তিনি নিজেকে পরিচয় দিতেন কবি হিসেবে। দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসার কারণেই তিনি লিখেছিলেন, ‘জন্মে জন্মে বারবার কবি হয়ে ফিরে আসব এই বাংলায়।’ আমরাও আশা করব কবি তার কথা রাখবেন। অমরত্বের ছোঁয়ায় মানুষের হৃদয়ে থেকে যাবেন তিনি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি আমাদের শেষ শ্রদ্ধা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর