শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
ভেষজ

মেছতা নিরাময়ে

মেছতা নিরাময়ে পিয়াজ, ঘৃতকুমারী, লেবুর রস ও হলুদের বিশেষ ভূমিকা রয়েছে। পিয়াজের রসের সঙ্গে সমপরিমাণ অর্গানিক ভিনেগার মিশিয়ে তুলার সাহায্যে আক্রান্ত স্থানে দিনে দুবার লাগালে কয়েক সপ্তাহের মধ্যে ভালো ফলাফল পাওয়া যায়।

লেবুর রস : লেবুর রসে আছে এসকরবিক এসিড যা এন্টি অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ। এই উপাদান ত্বকে অতিবেগুনি রশ্মি শোষিত হওয়া প্রতিরোধ করে। লেবুর রস সরাসরি ত্বকে লাগানো যায় অথবা স্লাইস করে কেটে তুলার প্যাডের সাহায্যে দাগের স্থানে সারা রাত লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলতে হবে।

ঘৃতকুমারী : মেছতা দূর করার আরেকটি উপাদান হলো এলোভেরা বা ঘৃতকুমারী পাতার জেল। এই জেলের রয়েছে ত্বকের যাবতীয় সমস্যা দূর করার ক্ষমতা। আক্রান্ত স্থানে আঙ্গুলের ডগার সাহায্যে আস্তে আস্তে জেল ঘষে লাগাতে হবে এবং সারা রাত লাগিয়ে রাখতে হবে।  এভাবে কয়েক সপ্তাহ লাগালে আশানুরূপ ফল পাওয়া যাবে।     ডা. আলমগীর মতি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর