মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নারী নির্যাতন

দায়ী পুরুষতান্ত্রিক মনোভাব

বাংলাদেশের বিবাহিত নারীদের ৮০ শতাংশই নির্যাতনের শিকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সরকারি সংস্থা বিবিএসের জরিপে বলা হয়েছে, দেশের ৮০ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময় স্বামীর দ্বারা নির্যাতিত হয়েছেন। গত বছরের ১৩ থেকে ২২ আগস্ট সারা দেশের ২১ হাজার ৬৮৮ জন নারীর নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে নির্যাতনের এ চিত্র তুলে ধরা হয়েছে। জরিপে বরিশাল বিভাগের ২ হাজার ৩২০, চট্টগ্রাম বিভাগের ৩ হাজার ৪৬৭, ঢাকা বিভাগের ৫ হাজার ২১, খুলনা বিভাগের ২ হাজার ৭৬২, রাজশাহী বিভাগের ৩ হাজার ২৫, রংপুর বিভাগের ২ হাজার ৭৮৫ এবং সিলেট বিভাগের ২ হাজার ৩০৮ জন নারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপ পরিচালনায় কোনো পুরুষের অংশগ্রহণ ছিল না। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এ জরিপের অর্থায়ন করে। জরিপের তথ্যানুযায়ী রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের নারীরা সবচেয়ে বেশি শারীরিক ও যৌন নির্যাতনের শিকার। আর সবচেয়ে কম নির্যাতনের শিকার হয় সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নারীরা। রাজশাহী বিভাগের ৬০ শতাংশ বিবাহিত নারী অভিযোগ করেছেন, তারা স্বামীর কাছ থেকে জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। খুলনা বিভাগের ৫৭ শতাংশ ও রংপুর বিভাগের ৫৫ শতাংশ নারী একই ধরনের কথা বলেছেন। শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতনেও এগিয়ে রাজশাহী বিভাগ। দেখা গেছে, ৩৫ শতাংশ নারী বলেছেন, স্বামীর কাছ থেকে জীবনের কোনো না কোনো সময়ে তারা যৌন সহিংসতার শিকার হয়েছেন। রংপুরের ৩৪, খুলনার ৩০, ঢাকার ২৪, চট্টগ্রামের ২৩ ও সিলেটের ২০ শতাংশ নারী একই কথা বলেছেন। জরিপ পর্যালোচনা করে দেখা গেছে, ২২ শতাংশ নারী বলেছেন, তারা কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ১১; গাড়ি, সড়ক ও রাস্তায় ১০ শতাংশ নারীকে শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে। তবে সবচেয়ে বেশি অর্থাৎ ৭৭ শতাংশ নারী বলেছেন, স্বামীর বাড়িতে তারা বেশি নির্যাতিত হয়েছেন। ১৬ শতাংশ নারী বলেছেন, তারা নিজের বাবার বাড়িতে নির্যাতিত হয়েছেন। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোয় নারীর ক্ষমতায়নে চোখে পড়ার মতো সাফল্য অর্জিত হলেও পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে নারী নির্যাতন এখনো ভয়াবহ পর্যায়ে রয়ে গেছে। ২০১১ সালের জরিপে নারী নির্যাতনের হার ছিল ৮৭ শতাংশ। পাঁচ বছরে তা ৮০ শতাংশে নেমে এলেও এ হার নিঃসন্দেহে আশঙ্কাজনক; যা থেকে বেরিয়ে আসা দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর