বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দারিদ্র্য মোচনে সাফল্য

আত্মপ্রসাদ নয় আরও প্রত্যয়ী হতে হবে

দারিদ্র্য মোচনে বাংলাদেশ এখন এক মডেলের নাম। বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশে অতি দারিদ্র্যের সংখ্যা ১২.৯ শতাংশে নেমে এসেছে। ২০০৯-১০ সালে দেশে হতদরিদ্রের সংখ্যা ছিল ১৮ শতাংশ। গত সাত বছরে ৮০ লাখ হতদরিদ্র অতি দারিদ্র্যসীমার উপরে উঠেছে। সারা বিশ্বের দারিদ্র্য পরিস্থিতি নিয়ে গত সোমবার বিশ্বব্যাংক যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বাংলাদেশের এ-সংক্রান্ত সাফল্য তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে দেশে ২ কোটি ৮০ লাখ হতদরিদ্র লোক ছিল। চলতি অর্থবছরে তা ২ কোটিতে নেমে এসেছে। দারিদ্র্য মোচনে সাফল্য সত্ত্বেও হতদরিদ্র সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ। এ তালিকায় শীর্ষে থাকা ভারতে প্রায় ২৫ কোটি লোক অতি দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বিগত কয়েক বছরে বাংলাদেশে ধারাবাহিকভাবে অতি দারিদ্র্যের হার কমেছে। এ প্রবণতাকে ‘অর্জন’ হিসেবে মনে করছে বিশ্বব্যাংক। বাংলাদেশের দারিদ্র্য কমার প্রধান কারণ হিসেবে বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশের মানুষের আয়সক্ষমতা বেড়েছে। তাদের মতে, একজন ব্যক্তি যদি প্রতি মাসে ১ হাজার ২৯৭ টাকার বেশি আয় করেন, তবে তিনি হতদরিদ্র নন। দারিদ্র্য মোচনে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক প্রশংসার চোখেই দেখছে। বাংলাদেশ এ ক্ষেত্রে যে সাফল্য দেখিয়েছে তা দেখতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বিশ্বে এখন হতদরিদ্র মানুষের সংখ্যা ৭৭ কোটি; যাদের দৈনিক আয় ১ দশমিক ৯০ ডলারেরও কম। হতদরিদ্রের অর্ধেকের বেশি ৫১ শতাংশ বা ৩৯ কোটি মানুষের বসবাস সাব-সাহারা অঞ্চলে। ৩৪ শতাংশ গরিব মানুষের বসবাস দক্ষিণ এশিয়ার দেশগুলোয়। দারিদ্র্য বিমোচনে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। গরিবি অবস্থা পিছে ফেলার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য থাকলেও হতাশার দিকও কম নয়। বিশ্বের যেসব দেশে গরিব মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এমন ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ২ কোটির হতদরিদ্র অবস্থাও সুখকর নয়।

তবে আশার কথা হলো, একসময় দুনিয়ার সবচেয়ে পিছিয়ে ছিল যে দেশটি সেই বাংলাদেশ দ্রুত দারিদ্র্যের অভিশাপকে ঝেড়ে ফেলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর