Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০৬
বব ডিলানের নোবেল জয়
যুক্তরাষ্ট্রের লালন সাঁই ও হাছন রাজাকে অভিনন্দন

কিংবদন্তিপ্রতিম মার্কিন গীতিকার ও সংগীতশিল্পী বব ডিলানের সাহিত্যে নোবেল পুরস্কার লাভ নিঃসন্দেহে এক চমক লাগানো ঘটনা। নোবেল সাহিত্য পুরস্কারের ইতিহাসে এবারই প্রথম একজন গীতিকার ও সংগীতশিল্পীকে এ মর্যাদাবান পুরস্কার দেওয়া হলো। বব ডিলানকে তুলনা করা যায় বাংলাদেশের লালন সাঁই ও হাছন রাজার সঙ্গে। মানবতার বাণী জোরালোভাবে উচ্চারিত হয়েছে এ মার্কিন গীতিকার ও কণ্ঠশিল্পীর প্রতিটি গানে। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তায় জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক সংগীতানুষ্ঠান। সে অনুষ্ঠানেও গান পরিবেশন করেছিলেন এ কিংবদন্তি গীতিকার। বব ডিলানের সাহিত্যে নোবেল পুরস্কার লাভ স্বভাবতই বাংলাদেশের মানুষের কাছেও একটি খুশির খবর। সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় কবি-সাহিত্যিকদের অনন্য সাহিত্য কর্মের জন্য। এ বছর এমন একজনকে এ মর্যাদাবান পুরস্কার দেওয়া হলো কবি কিংবা সাহিত্যিকের প্রথাসিদ্ধ তালিকায় যাকে ভাবা হতো না। নোবেল কমিটি তাদের পুরস্কারের প্রশংসাপত্রে বলেছে এ পুরস্কার দেওয়া হচ্ছে আমেরিকান মহান সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি সৃষ্টির জন্য। গায়ক হিসেবে সারা দুনিয়ায় সুপরিচিত বব ডিলানকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার ব্যতিক্রমধর্মী সিদ্ধান্তে অনেকের ভ্রু কুঁচকে ওঠার কথা এবং এমনটিই স্বাভাবিক। সরাসরি সাহিত্য জগতের সঙ্গে সম্পর্ক না থাকলেও বব ডিলান তার সংগীত জীবনের শুরু থেকেই সাহিত্য ও সংগীতের সংমিশ্রণ ঘটানোর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে কিংবদন্তিপ্রতিম এ সংগীতশিল্পী তার যে ৩৭তম স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন তাতেও সংগীত ও সাহিত্য নিয়ে ব্যতিক্রমধর্মী পরীক্ষা-নিরীক্ষার সাক্ষর রয়েছে। এ বছর তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার বিষয়ে যেটি প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়েছে। সাহিত্যে মানবতার কথা উচ্চারিত হওয়া উচিত। অন্যায় অবিচারের বিরুদ্ধে সাহিত্য মানবতার হাতিয়ার হিসেবে ব্যবহার হয়ে আসছে সভ্যতার শুরু থেকে। সংগীতের মাধ্যমেই সম্ভবত এ প্রতিবাদের সূচনা। বব ডিলানের নোবেল পুরস্কার লাভের মাধ্যমে সাহিত্যের এ বিশাল ক্ষেত্রকে স্বীকৃতি দেওয়া হলো। মুক্তিযুদ্ধের বন্ধু বব ডিলানের নোবেল পুরস্কার লাভকে আমরা অভিনন্দন জানাই।

অভিবাদন আমেরিকার লালন সাঁই ও হাছন রাজাকে।

এই পাতার আরো খবর
up-arrow