রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
পাঠক কলাম

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন

আমি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি। আমার কর্মস্থল আইচিনগর, হরিরামপুর। সেখানে একটি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান। সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অফিস করতে হয়। আমার সহকারী অধ্যাপক ডেঙ্গুতে আক্রান্ত। সুতরাং আমাকে একাই সম্পূর্ণ অফিস চালাতে হবে। শনিবার সকাল ৭টা ২০ মিনিটে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমার গাড়িকে ফ্লাইওভারে উঠতে দেওয়া হলো না। কোনদিক থেকে কোনদিকে যাব, কীভাবে অফিসে পৌঁছব সেই হদিস ট্রাফিক বলল না। প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম। স্যারের ফোন বন্ধ। গাড়ি ব্যাক করে তিনশ ফিট রাস্তা ধরে আশিয়ান সিটি দিয়ে বের হব ভাবলাম, কিন্তু সেই পথও খুঁজে পেলাম না। গাড়ির গ্যাস, সময়, সব কিছুই যাচ্ছে রাস্তায় বসে বসে। প্রশ্ন হলো, নাগরিক জীবন স্তব্ধ হয়ে পড়া তো কোনো কাম্য বিষয় নয়। বিদেশি মেহমানদের অভ্যর্থনার জন্য আগামীতে হয় সরকারি ছুটি ঘোষণা করা হোক, নতুবা জনভোগান্তি যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে নজর রাখুন।

—জনৈক ভুক্তভোগী

সর্বশেষ খবর