Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৯ অক্টোবর, ২০১৬ ২৩:১৬
ইতিহাস
দেবলের দুর্গ দখল

মুহম্মদ বিন কাসিম দুর্গ দখলের জন্য সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেন। তিনি চারদিকে পরিখা খনন করে সৈন্য মোতায়েন করেন। দেবলে একটি বড় মন্দির ছিল এবং এর ওপরে একটি লাল নিশান উড়ছিল। কথিত আছে, দেবলের অধিবাসীরা বিশ্বাস করত যে, যতদিন এ নিশান উড়বে ততদিন দেবলের পতন হবে না। অবরুদ্ধ হিন্দু সৈন্যদের মনোবল নষ্ট করার জন্য তিনি প্রথমেই এ নিশান নামিয়ে ফেলতে আদেশ দিলেন। তার আদেশে নিশান নামিয়ে ফেলা হলো। এরপর হিন্দু ও মুসলমানদের মধ্যে ঘোরতর যুদ্ধ আরম্ভ হলো। এ যুদ্ধে হিন্দুরা মুসলমানদের কাছে পরাজয় বরণ করল এবং দেবল মুসলমানদের হস্তগত হলো।

এই পাতার আরো খবর
up-arrow