বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দেশজ উৎপাদনে সুবাতাস

প্রবৃদ্ধির ধারাকে টেকসই করুন

বাংলাদেশের দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ২০১৫-১৬ অর্থবছরে ৭ শতাংশের ঘর ছাড়িয়েছে। বিশ্ব মন্দায় সিংহভাগ দেশ যখন প্রবৃদ্ধির ক্ষেত্রে খুঁড়িয়ে চলছে, সে ক্ষেত্রে বাংলাদেশের এ সাফল্য নিঃসন্দেহে ঈর্ষণীয়। সরকারি হিসাব মতে, বিদায়ী অর্থবছরে ৭ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত মে মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থবছরের ৯ মাসের অর্থাৎ জুলাই-মার্চ সময়ের হিসাবের ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করেছিল ৭.০৫ শতাংশ। চূড়ান্ত হিসেবে সে হারও ছাড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। স্মর্তব্য, বাংলাদেশকে উচ্চ প্রবৃদ্ধির দেশ হিসেবে স্বীকার করলেও বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাক্কলনের সঙ্গে সরকারের প্রাক্কলনের পার্থক্য রয়েছে। ৭.১১ শতাংশ প্রবৃদ্ধির বিষয়ে সংশয় থাকলেও সংশয়বাদীরাও স্বীকার করেছেন এ হার ৭ শতাংশের কাছাকাছি কিংবা ৭ ভাগের মতো হতে পারে। গত এক দশকের মধ্যে এবারই প্রথম জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘর ছাড়িয়েছে। এর আগে ২০০৬-২০০৭ সালে ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার ১৭ লাখ ৩২ হাজার কোটি টাকা বা ২২১ বিলিয়ন ডলার। গত মে মাসে যখন প্রাক্কলন করা হয় তখন চলতি অর্থবছরের জিডিপির আকার ছিল ১৭ লাখ ২৯ হাজার কোটি টাকা। বিবিএসের প্রতিবেদন অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৭.১১ শতাংশ। ২০১৪-২০১৫ অর্থবছরে অর্জিত হয়েছিল ৬.৫৫ শতাংশ। এর আগের বছর ২০১৩-২০১৪ সালে ৬.০৬ এবং তার আগের বছর ৬.০১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। প্রবৃদ্ধি ঈর্ষণীয়ভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিদায়ী অর্থবছরে জাতীয় আয় গড়ে এক হাজার ৪৬৫ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বের যে কয়েকটি দেশের দেশজ উৎপাদন বৃদ্ধির হার ছয় শতাংশের ওপরে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশ যে অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশজ উৎপাদন বৃদ্ধিতে তেজীভাব তারই ইঙ্গিত বহন করছে। জাতীয় আয় বৃদ্ধিও সমানভাবে উৎসাহব্যঞ্জক। তবে প্রবৃদ্ধির এই ধারা ধরে রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নজর দিতে হবে। সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলার দিকে যত্নবান হতে হবে। দুর্নীতি রোধ ও সুশাসনের বিষয়টিও অগ্রাধিকার পাওয়া দরকার। অগ্রগতির ধারাকে টেকসই করার স্বার্থে সমঝোতার পরিবেশ গড়ে তুলতেই হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর