বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সমস্যায় আক্রান্ত শিল্পপুলিশ

নড়বড়ে অবস্থার অবসান কাম্য

দেশের শিল্পাঞ্চল তথা কলকারখানার নিরাপত্তা রক্ষায় গঠন করা হয়েছিল শিল্পপুলিশ। কিন্তু শুরু থেকেই নানা সীমাবদ্ধতায় ভুগছে পুলিশের এই গুরুত্বপূর্ণ বিভাগটি। শিল্পপুলিশের থাকা, খাওয়া, যানবাহন সব ক্ষেত্রেই সমস্যার অন্ত নেই। ছয় বছর আগে শিল্পপুলিশ গঠিত হলেও এখনো পাস হয়নি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অ্যাক্ট। স্বভাবতই দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন শিল্পপুলিশ সদস্যরা। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার কারিগর শিল্পপুলিশের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাদের প্রতি পদে পদে হোঁচট খেতে হচ্ছে। শিল্পকারখানার যে কোনো ঝামেলা মোকাবিলায় শিল্পপুলিশকে দায়িত্ব পালন করতে হয়। অথচ সে ঘটনা তদন্তের ক্ষমতা দেওয়া হয় থানা পুলিশকে। এ ক্ষেত্রে শিল্পপুলিশের অবস্থা ঠুঁটো জগন্নাথের মতো। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অ্যাক্ট পাস করে শিল্পকারখানা সংক্রান্ত মামলাগুলো শিল্পপুলিশকে তদন্তের ক্ষমতা দেওয়া হলে শিল্পখাতের সমস্যা অনেকাংশে কমে আসবে। থাকা-খাওয়ার সুষ্ঠু ব্যবস্থা, যানবাহন ও নিজস্ব জায়গা না থাকায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয় শিল্পপুলিশের সদস্যরা। এ বাহিনীর সদস্যদের কর্মক্ষমতা বাড়াতে বিদ্যমান সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানের উদ্যোগ নিতে হবে। স্মর্তব্য, দেশের শিল্পাঞ্চল তথা কলকারখানার নিরাপত্তা রক্ষায় ২০১০ সালের ১০ অক্টোবর শিল্পপুলিশ গঠিত হয়। এর সদর দফতর ঢাকার উত্তরায়। শিল্পপুলিশের চারটি ইউনিট ও জনবল রয়েছে ২ হাজার ৭১১ জন। এর মধ্যে শিল্পপুলিশ-১, সাভারে; শিল্পপুলিশ-২, গাজীপুরে, শিল্পপুলিশ-৩, চট্টগ্রামে এবং শিল্পপুলিশ-৪, নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করছে। শিল্পপুলিশ-১ ও ২-এর নিজস্ব জায়গা থাকলেও অন্য দুটির নেই। শিল্পপুলিশের প্রতিটি ইউনিটে যানবাহন স্বল্পতা রয়েছে। শিল্প খাত থেকে ২০১৫ সালে ৩৩ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। ভিশন-৪১-এ এ খাত থেকে ৫০ মিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা সামনে নিয়ে এগোচ্ছে সরকার। জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে শিল্পকারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নিরন্তর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ নিরাপত্তা রক্ষার দায়িত্ব যাদের তারা সমস্যার ভারে ন্যুব্জে পড়ায় শিল্প খাতের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এ নড়বড়ে অবস্থার অবসানে শিল্পপুলিশের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমনটিই কাম্য।

সর্বশেষ খবর