মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আহা কী আনন্দ আকাশে বাতাসে

ইংল্যান্ড দলেরও অভিনন্দন প্রাপ্য

তোরা সব জয়ধ্বনি কর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর গানটি যেন সার্থক হয়ে উঠেছিল রবিবার মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আহা কী আনন্দ আকাশে বাতাসে গানের কলিও সার্থকতা পেয়েছিল সমভাবে। কারণ শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বড় ধরনের জয় পেয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন টাইগাররা। ১৯ বছরের নবাগত বোলার মিরাজ একাই ইংল্যান্ড শিবিরে ধস নামিয়েছেন। দুই ইনিংসে ৬টি করে ১২টি উইকেট শিকার করে শ্রেষ্ঠ ও সফল বোলারদের দলে নিজের নাম লিখিয়েছেন। ইংল্যান্ড দুনিয়ার সবচেয়ে অভিজাত ক্রিকেট দল। যে জাতি টেস্ট খেলছে ১৩৯ বছর ধরে। আর বাংলাদেশ টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছে মাত্র ১৬ বছর আগে। ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আভিজাত্য ও অভিজ্ঞতায় কোনো তুলনাই চলে না। টেস্ট ক্রিকেটের সবচেয়ে নবীন দল বাংলাদেশ গত ১৪ মাসে কোনো টেস্টও খেলেনি। এ প্রতিকূলতার মধ্যেও চট্টগ্রাম টেস্টে জেতার সোপানে পা দিয়েও অভিজ্ঞতার ঘাটতিতে ২২ রানে হেরেছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে টাইগারদের সাফল্য সত্যিকার অর্থেই গর্বের। ইংল্যান্ডের মতো দল তিন দিনেই হার মানতে বাধ্য হয়েছে বাংলাদেশ দলের বিধ্বংসী বোলিংয়ের মুখে। ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে শোচনীয়ভাবে বাংলাদেশ দল পরাজিত হয়েছিল স্বাগতিক দলের কাছে। নবীন বাংলাদেশ দলের পরাজয়কে অবজ্ঞা করে ইংল্যান্ডের পত্রিকায় লেখা হয়েছিল, ভবিষ্যতে ‘এই বিতিকিচ্ছিরি বাংলাদেশ দল যেন লর্ডসের ১০০ মাইলের মধ্যে পা রাখতে না পারে।’ মাত্র ১০ বছরের ব্যবধানে বাংলাদেশের টাইগাররা প্রমাণ করেছে তারা এখন অভিজাত দলের জন্যও বড় এক হুমকি। প্রথম খেলায় বাংলাদেশ হারলেও ব্রিটিশ ও ভারতীয় পত্রিকায় বাংলাদেশ দলের সামর্থ্যের প্রশংসা করা হয়েছে। দ্বিতীয় টেস্টে ১০৮ রানে ইংল্যান্ডকে পরাজিত করে তারা ব্রিটিশ পত্রিকার অশোভন দাম্ভিকতার সঠিক জবাব দিয়ে দিয়েছে। তার পরও আমরা বাংলাদেশ দলের এই অসামান্য জয়ের জন্য ইংল্যান্ড দলের কাছে কৃতজ্ঞতা জানাই। গুলশানের জঙ্গি হামলার পর ইংল্যান্ড দলের সফর বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু তারা নিরাপত্তাব্যবস্থার ওপর আস্থা রেখে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়ে কার্যত বাঙালি জাতিকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। মিরপুরে যে ইতিহাস রচিত হলো তা সম্ভব হয়েছে ইংল্যান্ড দলের সঙ্গে টাইগারদের খেলার সুযোগ পাওয়ার কারণেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর