শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

ভর্তিচ্ছুদের ভোগান্তির অবসান হোক

উচ্চতর শিক্ষার জন্য প্রতিবছর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কী ধরনের ভোগান্তির শিকার হতে হয় তা কেবল ভুক্তভোগীদের পক্ষেই অনুমান করা সম্ভব। একের পর এক বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটতে হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রে অভিভাবকদেরও এই ছোটাছুটির ধকল বইতে হয়। যাতায়াতের ধকলে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সড়ক দুর্ঘটনা ও ছিনতাইকারীদের কবলে পড়েও পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হয়। শিক্ষার্থী এবং অভিভাবকদের এ দুর্ভোগ লাঘবে বিভিন্ন পর্যায়ে চিন্তাভাবনা চললেও ঐকমত্যের অভাবে সমস্যার গ্রন্থিমোচনে এ পর্যন্ত কোনো সাফল্য অর্জিত হয়নি। আশার কথা, বিষয়টি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছে। রাষ্ট্রের অভিভাবক হিসেবে ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে কেন্দ্রীয়ভাবে অথবা আঞ্চলিকভাবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের উদ্যোগ নিতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গত বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অষ্টম ইউজিসি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি করা সবার দায়িত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, বিগত বছরগুলোর মতো এ বছরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার্থীদের খাওয়া, থাকা ও যাতায়াতে বড় ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে এবং তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছে না। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের ভোগান্তি কমানোর যে আহ্বান জানিয়েছেন তা সমস্যার গ্রন্থিমোচনে সংশ্লিষ্ট সবার আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা যায়। আমাদের মতে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেশের মেডিকেল কলেজগুলোর পদ্ধতি অনুসরণ করতে পারে। এটি সম্ভব হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ক্যাঙ্গারু দৌড়ে অংশগ্রহণের বিড়ম্বনা এড়ানো সম্ভব হবে।  ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়াও সহজতর হবে। উচ্চশিক্ষার সোনার হরিণকে ধরতে শিক্ষার্থী ও অভিভাবকদের যে হয়রানির শিকার হতে হয়, তার অবসান ঘটবে।

সর্বশেষ খবর