রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বন্ধ হোক দুর্বৃত্তপনা

বিভেদকামী শক্তির থাবা ভাঙতে হবে

ব্রাহ্মণবাড়িয়াকে এক সময় বলা হতো উপমহাদেশের সাংস্কৃতিক জগতের রাজধানী। তিতাস পাড়ের সে শান্ত জনপদ অশুভ শক্তির আখড়ায় পরিণত হতে চলেছে কিনা সে প্রশ্ন এখন জোরেশোরে উচ্চারিত হচ্ছে। গত রবিবারের সাম্প্রদায়িক হামলার পর পুলিশি প্রহরার মধ্যেও গত শুক্রবারও চলেছে দুর্বৃত্তপনার ঘটনা। হিন্দু সম্প্রদায়ের পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে চিহ্নিত মতলববাজরা। ব্রাহ্মণবাড়িয়ার অসহিষ্ণু ঘটনার জের ধরে হবিগঞ্জের মধুপুরে মন্দির এবং বরিশালের বানারীপাড়া পৌরসভার কেন্দ্রীয় হরিসভা মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের একটি মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করেছে সাম্প্রদায়িক নামের বিবেক বিক্রেতা মানসিক প্রতিবন্ধীরা। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি অভিযোগকে কেন্দ্র করে রবিবার নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এরপরই দেশের বিভিন্ন স্থানে একের পর এক মন্দিরে হামলার ঘটনা ঘটছে। হামলায় জড়িতদের পুলিশ গ্রেফতার করতে না পারায় তাদের দুঃসাহস সীমা  অতিক্রম করতে চলেছে। এসব জঘন্য ঘটনার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজপথে মিছিল-মিটিং ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সাম্প্রদায়িকতাবাদীদের প্রতি ঘৃণা জানিয়েছেন তারা। হামলাকারীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যে অভিযোগ তোলা হয়েছে তা অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে কেউ তার ফেসবুক ব্যবহার করে উস্কানিমূলক তত্পরতা চালিয়েছে। তথ্যপ্রযুক্তি অপব্যবহার করে এ ধরনের অপরাধ প্রায়ই সংঘটিত হয় তা একটি ওপেন সিক্রেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার পরও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দিরে একের পর এক হামলা চালানো যে উদ্দেশ্যমূলক তা সহজে অনুমেয়। সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে ঘৃণ্য হামলার পিছনে অপরাজনীতি জড়িত বলে ব্যাপকভাবে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর দায়ও নির্ণিত হওয়া উচিত। দুর্বৃত্তরা পুলিশ প্রহরার মধ্যেও যা ইচ্ছা তাই করার স্বাধীনতা পাবে তা সভ্য সমাজে অচল। দেশের অসাম্প্রদায়িক সুনাম অক্ষুণ্ন রাখতে বিভেদকামী শক্তির থাবা ভাঙতে এগিয়ে আসতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর