সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বখাটেদের উৎপাত বন্ধ হোক

পুলিশের জবাবদিহিতাও কাম্য

বখাটেদের উৎপাত সহ্যের সীমা অতিক্রম করতে চলেছে। এই নোংরা জীবরা প্রতিদিনই দেশের কোথাও না কোথাও অঘটন ঘটাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহে দুই মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় বখাটেরা তাদের বাবার ওপর নির্মম হামলা চালিয়েছে। হামলার পরিণতিতে দুই পা হারিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শাহানুর বিশ্বাস নামের হতভাগা বাবা। শাহানুরের ভগ্নিপতি এ ব্যাপারে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলেও অপরাধীরা যেহেতু প্রভাবশালী সেহেতু অভিযোগ গ্রহণ করার বদলে পুলিশ তাকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে। পরে এ বিষয়ে মামলা করা হয় ঝিনাইদহ আদালতে। বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে, কৃষক শাহানুর বিশ্বাসের বড় মেয়ে যশোর সরকারি মহিলা কলেজে অনার্সে ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। তাদের আসা-যাওয়ার পথে ওই গ্রামের সাবেক মেম্বার মাহবুবের বখাটে ছেলে আজম ও তার সহযোগীরা উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে গ্রামে বিচার দিলে ক্ষিপ্ত হন মাহবুব ও বর্তমান মেম্বার কামাল। ১৬ অক্টোবর সকালে রাজমিস্ত্রির সন্ধানে বাড়ি থেকে শাহানুর বের হলে তার পথ আগলে দাঁড়ায় মাহবুব, কামাল, আজম এবং তাদের সহযোগীরা। তারা লোহার রড দিয়ে পিটিয়ে শাহানুরের দুই পা ভেঙে ফেলে। তারপর ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে মৃত ভেবে শাহনুরকে রাস্তায় ফেলে চলে যায়। খবর পেয়ে শাহানুরের স্ত্রী ও দুই মেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার দুই পা কেটে ফেলা হয়েছে। বর্বর এ হামলার পর তিন সপ্তাহ কেটে গেলেও পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, এ ব্যাপারে আদালতে মামলা হওয়ার কথা তিনি জেনেছেন, তবে সে মামলার কপি এখনো থানায় পৌঁছেনি। দেশে বখাটেদের উৎপাত কীভাবে এবং কেন সীমা অতিক্রম করছে ঝিনাইদহের কালিগঞ্জ থানার নলডাঙ্গা গ্রামের ঘটনা তারই প্রমাণ। দুষ্টের দমন শিষ্টের পালন পুলিশের কর্তব্য হলেও তারা যে শিষ্টদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে, প্রভাবশালীদের বিরুদ্ধে হামলার অভিযোগ গ্রহণ না করার ঘটনা তার প্রমাণ। আমরা শুধু হামলাকারীদেরই নয় তাদের পালনকর্তা পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমনটাই দেখতে চাই। আইনের শাসনের জন্য যে বিষয়টি প্রাসঙ্গিকতার দাবিদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর