শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের কাছে প্রত্যাশা

জিএসপি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার হোক

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা বা জিএসপি ফেরত পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। এ কথা ঠিক, মার্কিন যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় আসুক তাদের পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তারপরও দেশের ব্যবসায়ী সম্প্রদায় আশায় বুক বেঁধেছেন ওবামা প্রশাসনের আমলে বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হবে। স্মর্তব্য, রানা প্লাজার ধস ও তাজরিন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক শ্রমিকের প্রাণহানির প্রেক্ষিতে আন্তর্জাতিক মানের শ্রম পরিবেশ না থাকার অভিযোগে ওবামা প্রশাসন ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের এক অতি ক্ষুদ্র অংশ জিএসপি বা শুল্কমুক্ত সুবিধা ভোগ করত। জিএসপি প্রত্যাহারে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও ভাবমূর্তির সংকটে পড়ে বাংলাদেশ। এ দেশের পোশাক শিল্পের শ্রম পরিবেশ নিয়ে বহির্বিশ্বে ভুল ধারণার সৃষ্টি হয়। জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তের প্রায় পুরোটা পূরণ করলেও অচলাবস্থা অব্যাহত থাকায় দুই দেশের সম্পর্কে কিছুটা হলেও টানাপড়েনের উদ্ভব হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে নানা ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটেছে। সন্ত্রাস দমনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্বকে গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র। অর্থমন্ত্রী বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারা জিএসপি সুবিধা ফিরে পেতে কথা বলবেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি বলেছেন, ওবামা প্রশাসন বাংলাদেশের জিএসপি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, ট্রাম্প তা ফেরত দেবেন এমনটিই তারা আশা করছেন। যুক্তরাষ্ট্রের মতো অগ্রসর দেশগুলোতে সরকার পরিবর্তন হলেও আর্থ-বাণিজ্যিক নীতিতে তেমন কোনো পরিবর্তন হয় না। সে অর্থে দুই দেশের সুসম্পর্ক অব্যাহত থাকবে এমনটিই আশা করা যায়। জিএসপি সুবিধা ফেরত পাওয়ার যে প্রত্যাশা ব্যবসায়ী নেতারা করছেন তা তাত্পর্যের দাবিদার। দুই দেশের সম্পর্ক নিবিড়করণের স্বার্থে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে উদার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।  ভূরাজনৈতিক কারণেও বাংলাদেশের সঙ্গে আস্থার সম্পর্ক সৃষ্টিতে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর