বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তনের হুমকি

অস্তিত্বের স্বার্থেই এক হতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার স্বার্থে জলবায়ু পরিবর্তনের ধাবমান হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। মরক্কোর মারাকাশে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে ভাষণদানকালে প্রধানমন্ত্রী জলবায়ু উদ্বাস্তুদের অভিবাসনের চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলার তাগিদ দেন এবং বলেন তা না হলে আমরা কখনোই টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সামার্থ্য হব না। প্রধানমন্ত্রী নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দেন। বলেন এই তহবিলের অর্থ পানি বিষয়ক উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরের কাজে ব্যবহার করা হবে। সম্মেলনের হাইলেভেল সেগমেন্টে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তাত্পর্যের দাবিদার। স্মর্তব্য, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হুমকিতে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ তার একটি। ইতিমধ্যে দেশের উপকূল ভাগের হাজার হাজার পরিবার জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়েছে। বাংলাদেশ এ কঠিন সমস্যা মোকাবিলায় নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষার উদ্যোগ নিয়েছে। এ জন্য গঠন করা হয়েছে ট্রাস্ট ফান্ড। যাতে ৪০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের অশুভ প্রতিক্রিয়া বাংলাদেশসহ উপকূলবর্তী দেশগুলোর ঘাড়ে বিষ নিঃশ্বাস ফেললেও এ অঘটনের জন্য কোনোভাবেই এসব দেশের মানুষ দায়ী নয়। শিল্পোন্নত দেশগুলোর বায়ু দূষণ প্রক্রিয়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে। যার প্রতিক্রিয়ায় মেরুদেশের বরফ গলছে। বাড়ছে সাগরপৃষ্ঠের উষ্ণতা। ঘূর্ণিঝড়, টর্নেডো জলোচ্ছ্বাসের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের হুমকি বিশ্বের যে কোটি কোটি মানুষের জীবন-জীবিকার জন্য হুমকি সৃষ্টি করছে তার দায় শিল্পোন্নত ধনী দেশগুলোর ওপর বর্তায়। কিন্তু তারা এ ব্যাপারে এখনো পর্যন্ত অনুদার মনোভাব প্রদর্শন করে চলছে। এ পর্যন্ত ১১০ দেশ প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন করলেও ধনী দেশগুলোর ধরি মাছ না ছুঁই মনোভাব এ কঠিন সমস্যার মোকাবিলাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বনেতাদের মধ্যে দায় সৃষ্টি করলে তা হবে এক বড় অর্জন। মানবজাতির অস্তিত্বের স্বার্থেই এ প্রশ্নে সব দেশ সব জাতির ইতিবাচক মনোভাবও একান্তই কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর